সম্প্রতি জানা গেছে উইন্ডোজে আসতে চলেছে ভয়েস ডিটেকশন ফিচার।
Windows 10 Insider Preview এমন একটি প্রোগ্রাম যেখানে জানা যায় উইন্ডোজের পরবর্তী আপডেট গুলো কেমন হতে যাচ্ছে। সম্প্রতি Windows 10 Insider Preview Build 20206 ভার্সনে দেখা গেছে কিছু নতুন ফিচার যার মধ্যে ছিল এডভান্সড ভয়েস ডিটেকশন।
অনেক বছর ধরে ভয়েস ডিটেকশনের সাথে কাজ করে, সম্প্রতি মাইক্রোসফট তাদের Windows Blogs ব্লগে ঘোষণা দিয়েছে তাদের Windows 10 Insider Preview Build 20206 ভার্সনে থাকছে ভয়েস ডিটেকশন ফিচার।
জানা গেছে এই ফিচারে গুলোর মাধ্যমে Touch Keyboard ব্যবহারকে আরও অপটিমাইজড করা হয়েছে যুক্ত করা হয়েছে নতুন ডিজাইন। ভয়েস ডিটেকশন ফিচারের মাধ্যমে ইউজারকে আর যতি চিহ্ন নিয়েও চিন্তা করাতে হবে না। এই আপডেটটি ইউজারকে দিতে পারবে ভয়েস টাইপিং এর সেরা অভিজ্ঞতা।
আরও দেখা গেছে মাইক্রোসফট উইন্ডোজ Touch Keyboard এ যুক্ত করেছে দারুণ emoji সুবিধা, এখানে ইউজারের মুড অনুযায়ী পাওয়া যাবে বিভিন্ন emoji যা GIF ও সাপোর্ট করে। কিবোর্ডেই যুক্ত করা হয়েছে emoji সেকশন।
এর আগে অনেক বছর ধরে মাইক্রোসফট এই ভয়েস কমান্ড দিয়ে কাজ করে আসছিল। সেই চেস্টার ফল হিসাবে Windows 10 Insider Preview Build 20206 ভার্সনে পরীক্ষা মূলকভাবে ভয়েস টাইপিং ফিচারটি এড করেছে। তবে আশা করা যায় তারা এই ভয়েস কমান্ডের ক্ষেত্রে সফল হতে পারবে কারণ কিছু দিন আগেই তারা Word fo the web এ ভয়েস যুক্ত করেছিল Transcription ফিচার।
-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।