Disney এর একশন রিমেক Mulan বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা থাকলেও মহামারীর জন্য এটি রিলিজ দেয়া হবে Disney+ এ।
রিলিজের প্রথম দিকে Mulan সিনেমার জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করা হলেও পরবর্তীতে এটি ফ্রিতে দেখতে পারবে Disney+ সাবস্ক্রাইবাররা।
Mulan একটি লাইভ একশন মুভি যা ১৯৯৮ সালের Mulan এনিমেশন মুভিকে রিমেক করে বানানো হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছে Niki Caro এবং Titular রুলে অভিনয় করেছে Yifei Liu। জানা গেছে কাহিনীর পটভূমি আগের মতই থাকবে।
Disney মার্চে হলিউডের প্রিমিয়ার নেয়ার পরেও ইতিমধ্যে কয়েকবার পিছিয়েছে Mulan এর মুক্তির তারিখ। এই মহামারীতে যখন Mulan এর মুক্তি সম্ভব নয় তখন Disney সিদ্ধান্ত নেয় এটি Disney+ এ রিলিজ করবে।
জানা গেছে Disney+ এর সাবস্ক্রাইবারদের স্বাভাবিক ভাবে প্রতিমাসে ৬.৯৯ ডলার পে করতে হলেও, Mulan এর জন্য আলাদা ২৯.৯৯ ডলার দিতে হবে। একবার এটি ২৯.৯৯ ডলার দিয়ে কিনে যত খুশি ততবার দেখা যাবে।
যারা Disney+ এর সাবস্ক্রাইবার না তারা মুভিটি Apple, Google, এবং Roku থেকেও কিনতে পারবে। তবে দেশ বিবেচনায় এর দামের তারতম্য হতে পারে।
তবে Disney+ এর প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য খুশির সংবাদ হচ্ছে ৪ ডিসেম্বর থেকে তারা ফ্রিতেই দেখতে পারবে সিনেমাটি।
-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।