Acer প্রথম বারের মত বাজারে নিয়ে আসতে চলেছে Qualcomm এর নতুন Snapdragon 8CX প্রসেসরের ল্যাপটপ।
Acer প্রথমবারের মত IFA 2020 ইভেন্টে ঘোষণা করেছে 5G এনেভল ল্যাপটপ Acer Spin 7। ল্যাপটপটি শুধুমাত্র প্রথম 5G এনেভল ল্যাপটপই নয় একই সাথে Snapdragon 8CX Gen 2 প্রসেসরেও প্রথম ল্যাপটপ।
Qualcomm Snapdragon 8CX Gen 2 প্রসেসরের এই ল্যাপটপটিতে একই সাথে সাপোর্ট করবে mmWave এবং sub-6 5G Spectrums। ল্যাপটপটির সাথে থাকবে একটি, Wacom pen। ল্যাপটপটি ঘুরিয়ে ট্যাবলেট মুডে ব্যবহার করার জন্যই রাখা হয়েছে এই পেনটি।
Acer Spin 7 ল্যাপটপের থাকছে 14-inch IPS FHD Touchscreen প্যানেল এবং Antimicrobial Corning Gorilla Glass সাথে আছে দুটি USB-C পোর্ট এবং একটি USB-A পোর্ট।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও ডিভাইসটিতে দেয়া হয়েছে দারুণ টেকনোলজি। একবার ফুল চার্জ দিলে ৭ দিন ব্যবহার করা যাবে ল্যাপটপটি। তবে এটি অবশ্যই ব্যবহারের উপর ভিত্তি করে
Acer Spin 7 এর ওজন 3.09lbs এবং এটি 0.63-inches পাতলা। সাইজ, ওজন আর ব্যাটারি ব্যাকআপ এর বিবেচনায় ট্রাভেলার, বিজনেসম্যান, এবং স্টুডেন্টদের জন্য দারুণ হবে এই Acer Spin 7 ল্যাপটপটি।
এখন পর্যন্ত Acer Spin 7 এর নির্দিষ্ট রিলিজ ডেট বা বাজার মূল্য প্রকাশ করা হয় নি।
তবে Qualcomm ইঙ্গিত দিয়েছে পরবর্তী বছর বাজারে আসতে পারে চমৎকার এই ডিভাইসটি।
-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।