Samsung Life Unstoppable ইভেন্টে প্রকাশ পাওয়া Samsung এর ৬ টি মডার্ন ডিভাইস

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

IFA 2020 এ যোগ না দিলেও Samsung তাদের আপডেট প্রোডাক্ট গুলো প্রকাশ করেছে ভার্চুয়াল Samsung Life Unstoppable ইভেন্টে।

গত ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে Samsung এর ভার্চুয়াল ইভেন্ট। যেখানে Samsung তার গ্রাহকদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে নতুন নতুন প্রযুক্তির সব পণ্য।

Samsung Life Unstoppable ইভেন্টে প্রকাশ পাওয়া পণ্য গুলো ছিল,

  • The Primer, একটি স্মার্ট প্রজেক্টর
  • Galaxy Z Fold2 এবং Galaxy A42 5G স্মার্ট-ফোন
  • Odyssey G5, সুপার ফাস্ট রেসপন্স রেটের গেমিং মনিটর
  • Wireless Trio Charger, মাল্টিপল ওয়ারলেস ডিভাইস চার্জার
  • Galaxy Fit2, নতুন আপডেট স্মার্ট ওয়াচ
  • স্মার্ট Washing মেশিন এবং Tumble Dryer ইউনিট

Samsung তাদের Samsung Life Unstoppable ইভেন্টে রিলিজ দিয়েছে The Primer নামের স্মার্ট প্রজেক্টর, যা দিতে পারবে 120 বা 130-inch স্ক্রিনের 4K সিনেমেটিক এক্সপেরিয়েন্স। এটি একটি Ultra Short Throw laser প্রজেক্টর। তার মানে এর জন্য আলাদা কোন প্রজেক্টর মাউন্ট লাগবে না। খুব কাছে থেকেও যেকোনো দেয়ালে চমৎকার ভাবে সেট করা যাবে এটি।

স্মার্ট এই প্রজেক্টরে দেয়া হয়েছে Samsung এর HDR10+ টেকনোলজি যা Dolby এর HDR ফরমেটের বিকল্প।

স্মার্ট প্রজেক্টরের পরেই ছিল Samsung এর বহুল প্রত্যাশিত Galaxy Z Fold 2 স্মার্ট-ফোন, এবং নতুন Galaxy A42 5G স্মার্ট-ফোন। Galaxy Z Fold 2 ফোনটিতে বাইরের দিকে দেয়া হয়েছে  6.2-inch এবং ভেতরের দিকে  7.6-inch ডিসপ্লে। পাওয়ার-ফুল এই ফোল্ডিং ফোনে দেয়া হয়েছে Qualcomm Snapdragon 865 64-bit octa-core প্রসেসর সাথে 12GB RAM।

ফোনটিতে আরও দেয়া হয়েছে তিনটি ক্যামেরা, 4, 500mAh ডুয়েল ব্যাটারি, 5G সাপোর্ট, 256GB স্টোরেজ সহ মডার্ন সব ফিচার। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯৯.৯৯ ডলার।

Samsung একই সাথে নিয়ে এসেছে Galaxy A42 5G নামে মিড রেঞ্জের 5G ডিভাইস। 5G এর সাথে থাকবে চারটি ক্যামেরা সেটআপ, 6.6-inch Super AMOLED  ডিসপ্লে, 128GB স্টোরেজ এবং সামনের ক্যামেরার জন্য Waterproof Notch।

৩য় প্রোডাক্ট হিসেবে ছিল Odyssey G5, সুপার ফাস্ট রেসপন্স রেটের গেমিং মনিটর। গ্রাহকদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে Samsung, এর Odyssey series এর গেমিং মনিটর গুলো ছিল এক ধাপ এগিয়ে। তারই ধারাবাহিকতায় নতুন Odyssey G5 এ দেয়া হয়েছে আপডেট সব হার্ডওয়্যার যা দিচ্ছে 1-millisecond রেসপন্স টাইম, 240Hz Refresh Rate এবং AMD এর FreeSync Premium টেকনোলজি।

Samsung  এর নতুন Wireless Trio Charger দিয়ে এক সাথে চার্জ দেয়া যাবে তিনটি ডিভাইস। বেশির ভাগ ওয়ারলেস চার্জার গুলোর জায়গা স্বল্পতার বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়েছে এটি। এখানে ব্যবহার করা হয়েছে Samsung এর Qi Charging টেকনোলজি।

Samsung Life Unstoppable ইভেন্ট প্রকাশ করেছে Samsung এর সর্বশেষ আপডেটের স্মার্ট-ওয়াচ ও ফিটনেস ট্র‍্যাকার Galaxy Fit2। 1.1-inch AMOLED Touchscreen দিয়ে ডিভাইসটির সকল কাজ করা গেলেও এর পাশে রাখা হয়েছে একটি বোটম। ওজন 21g এবং দেয়া হয়েছে 159mAh ব্যাটারি। বিল্ড-ইন পাওয়ার সেভিং অপশন এর সাথে ডিভাইসটি একবার ফুল চার্জ দিলে ব্যবহার করা যাবে টানা ১৫ দিন।

এর আগে Galaxy Fit মেটাল দিয়ে বানানো হলেও Galaxy Fit2 তৈরি করা হয়েছে প্লাস্টিক এবং সিলিকন দিয়ে যাথে দীর্ঘ সময় হাতে রাখা যায়।

Samsung তাদের WW9800T Washing Machine এবং DV8000T Tumble Dryer এ রেখেছে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন যার মাধ্যমে এটি ইউজারের কমান্ড গুলো মনে রাখতে পারবে এবং পরবর্তীতে কাজ করতে পারবে। ডিভাইসটি একই সাথে কাপড়ের ময়লার পরিমাণ এবং ওজন ডিটেক্ট করে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারে।

তবে কাপড় গুলো ধোয়ার পর ড্রায়ারে নিতে হলে ইউজারকে নিজে থেকে বাটমে প্রেস করতে হবে  অবশ্য ডিভাইসটি ফোনের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে কখন এটা করা প্রয়োজন।

Samsung গ্রাহকরা চাইলে ইভেন্টটি দেখে নিতে নিচের ভিডিওর মাধ্যমেও দেখে নিতে পারেন।

-
টেকটিউনস টেকবুম - ৭ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস