সম্প্রতি জানা গেছে ফেসবুকের পাশাপাশি টুইটারও ব্যবস্থা নিচ্ছে রাশিয়ার ট্রল গ্রুপ Internet Research Agency এর বিরুদ্ধে।
বিগত সময় গুলোতে কয়েকবার টুইটার এবং ফেসবুক ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে Internet Research Agency। গত ২০১৬ সালের মার্কিন নির্বাচনে গ্রুপটি বেশ বিপাকে ফেলেছিল সোশ্যাল মিডিয়া গুলোকে।
জানা গেছে Internet Research Agency পূর্বের মত আসছে নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে তারা PeaceData নামে একটি নিউজ সাইটও তৈরি করছে যেখানে টাকার বিনিময়ে বিভিন্ন আর্টিকেল লেখানো হচ্ছে।
ফেসবুক সম্প্রতি ঘোষণা দেয় তারা Internet Research Agency এর সাথে সম্পর্কিত সকল পেজ প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেবে।
সম্প্রতি টুইটারও জানায় তারা এমন পাঁচটি একাউন্ট পেয়েছে যাদের Internet Research Agency এর সাথে সম্পর্ক ছিল।
টুইটার সেই পাঁচটি একাউন্টে অস্বাভাবিক তথ্য পেলে তৎক্ষণাৎ একাউন্ট গুলো সরিয়ে ফেলে।
We suspended five Twitter accounts for platform manipulation that we can reliably attribute to Russian state actors. As standard, they will be included in updates to our database of information operations in the coming weeks to empower academic research. https://t.co/9RqOiDNB7d
— Twitter Safety (@TwitterSafety) September 1, 2020
টুইটার জানায়, একাউন্ট গুলোর এক্টিভিটি কিছুটা অস্বাভাবিক ছিল, টুইট গুলো ছিল নিম্ন মানের এবং স্প্যামি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া গুলো ভুল এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশের ব্যাপারে বেশ সতর্ক হয়ে উঠেছে। বড় ধরনের উত্তেজনা ছড়ানোর আগেই ক্ষতিকর পেজ এবং কন্টেন্ট সরিয়ে ফেলার জন্য বর্তমানে টুইটার এবং ফেসবুককে ধন্যবাদ দেওয়াই যায়।
-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।