Tado° এর নতুন Care and Protect ফিচার সার্বক্ষণিক নজর রাখবে ইউজারের হিটিং সিস্টেমের উপর, অস্বাভাবিক কোন কিছু লক্ষ্য করলেই ইউজারকে তাৎক্ষনিক জানাবে এটি।
ঘরের তাপমাত্রার নিয়ন্ত্রণের জন্য হিটিং সিস্টেম এবং এসি নিয়ন্ত্রণ করার অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে Tado°। এটি দিয়ে ইউজাররা জানতে পারে রুমের তাপমাত্রা কেমন, এসি ঠিক টাক চলছে কিনা বা রুমের হিটিং সিস্টেম ঠিক মত কাজ করছে কিনা। Tado° এর অ্যাপ সম্প্রতি তাদের সার্ভিসে যুক্ত করেছে Care and Protect নামে নতুন ফিচার।
Tado° জানায় ৮০% এর মত গ্রাহক ২ বছরের মধ্যে তাদের হিটিং সিস্টেমে সমস্যা খুঁজে পায়। ৬০% এর মত ইস্যু নিজেরাই ঠিক করতে পারলেও বাকি ৪০% সমস্যার জন্য ব্যয়বহুল ইঞ্জিনিয়ার ডাকতে হয়।
নতুন এই ফিচারটি ডিপ মনিটরিং এর মাধ্যমে ইউজারের হিটিং সিস্টেমের দিকে খেয়াল রাখবে। এটি যদি কোন অস্বাভাবিক কোন কিছু বুঝতে পারে তাহলে ইউজারকে তা জানাবে। ইউজার সমস্যাটির সমাধান করতে পারলে, এটি কিভাবে করা যায় সেটাও জানাবে অ্যাপ আর যদি অন্যকে ডাকতে হয় তার ব্যবস্থাও করবে এটি।
Tado° তার স্মার্ট এলগোরিদম ব্যবহার করে তাপমাত্রার উপর নজর রাখতে পারে এবং সমস্যা ডিটেক্ট করতে পারে।
জানা গেছে ফিচারটি Tado° এর সকল ইউজাররা ব্যবহার করতে পারবে অক্টোবরের দিকে। ফিচারটি ব্যবহার করতে প্রতিবছর খরচ হতে পারে ৩৩ ডলার। যদি কারো ব্রয়লারে ডিজিটাল কানেকশন না থাকে তাহলেও যেকোনো সমস্যা ডিটেক্ট করতে পারবে Tado° অ্যাপ এর নতুন ফিচার।
-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।