মাইক্রোসফট, Edge ব্রাউজারের যুক্ত করবে দারুণ Web Clipper ফিচার

মাইক্রোসফট, Edge  ব্রাউজারের জন্য নিয়ে আসতে যাচ্ছে দারুণ এক স্ক্রিনশট টুল।

উইন্ডোজ ইউজারদের কোন স্ক্রিনশট দিতে গেলে পোহাতে হয় দারুণ ঝামেলা! এক ক্লিকে তো স্ক্রিনশট নেয়াই যায় না সাথে সাথে একটি স্ক্রিনশট নিতে যথেষ্ট সময় লাগে যা বেশ বিরক্তিকর। আর এই ঝামেলা দূর করতেই মাইক্রোসফট, Edge এ সহজে স্ক্রিনশট নেয়ার টুল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে।

নতুন ফিচারটি কেমন হতে পারে এ নিয়ে সম্প্রতি একটি টুইট করা হয়েছে।

ডেমো টিতে দেখা যায় Web Clipper টুলটি সহজেই ব্রাউজারের মেনু বারে পাওয়া যায় এবং এর মাধ্যমে সহজেই স্ক্রিনশট নেয়া যায় এবং সেটি কপি করা যায়। এই কপি ফিচারটি দারুক কাজ করবে এই দিন গুলোতে কারণ বর্তমানে মেসেজিং টুল গুলোতে সরাসরি ইমেজ পেস্ট করা যায়।

দারুণ এই Web Clipper এর কপি ফিচারটির মাধ্যমে ইউজাররা ইমেজ আলাদা কোথাও সেভ না করে বা কোথাও হোস্ট না করে, সহজেই সরাসরি ইমেজ কপি করে পেস্ট করতে পারবে।

দুর্ভাগ্য বশত এই ফিচারটি শুধুমাত্র Edge Canary তে ব্যবহার করা যাচ্ছে। Canary হচ্ছে Edge এর টেস্ট প্ল্যাটফর্ম, যেখানে ইউজারদের অভিজ্ঞতা অনুযায়ী সার্ভিস এড করে তার ফিডব্যাক নেয়া হয়।

আশা করা যায় মাইক্রোসফট ফিচারটি ভাল করে পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত ভাবে খুব শীগ্রই Edge এ দিয়ে দেবে।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস