আসছে দিন গুলোতে Apple TV+, Augmented Reality এর মাধ্যমে দর্শকদের দিতে চাচ্ছে ভিন্ন অভিজ্ঞতা।
চারদিকে স্ট্রিমিং সার্ভিস বেড়ে যাওয়ায় Apple এর মত কোম্পানি গুলো চেষ্টা করছে কিভাবে তাদের দর্শকদের ধরে রাখা যায় এবং তাদের আলাদা পরিচিতি দেয়া যায়।
ইউজারকে অন্যরকম অভিজ্ঞতা দিতেই Apple নিয়ে আসতে চলেছে দারুণ এক Augmented Reality প্রযুক্তি, তারা তাদের Apple TV+ এ যুক্ত করতে চাচ্ছে Augmented Reality। যেখানে ইউজাররা টিভি শো গুলোতে ফোন এবং ট্যাবলেট ব্যবহার করে Augmented Reality এর অভিজ্ঞতা পাবে।
Bloomberg এর রিপোর্ট মতে ২০২১ সালে Apple TV+ এ যুক্ত হতে পারে Augmented Reality। যার মাধ্যমে বাস্তবের সাথে টিভির ক্যারেক্টার গুলো একীভূত করা যাবে। এই ফিচারটির মাধ্যমে বিভিন্ন টিভি শোতে বা সিনেমায় রাখা হবে অতিরিক্ত কিছু কন্টেন্ট।
প্রযুক্তিটি ২০২০ সালেই দেয়ার কথা থাকলেও মহামারীতে এটিকে পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে।
Augmented Reality এর সাথে সাথে Apple, পডকাস্ট ওয়ার্ল্ডেও প্রবেশ করতে চাচ্ছে।
প্রতিমাসে Apple TV+ এর সাবস্ক্রিপশন ৪.৯৯ ডলার হলেও, কোন কোন ইউজার অন্য Apple প্রোডাক্ট কিনেও এটি এক বছরের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারে।
গুজব শুনা যাচ্ছে Augmented Reality এবং Virtual Reality, Apple এর ভবিষ্যতে বড় ভূমিকা পালন করবে। এমন তথ্যও পাওয়া গেছে যে Apple এর পরবর্তী আইফোনে Augmented Reality এর জন্য রাখা হয়েছে দুর্দান্ত স্ক্যানার।
আরও শুনা যায় ২০২২ সালের মধ্যে বাজারে আসতে পারে অ্যাপলের Augmented Reality এবং Virtual Reality হ্যাডসেট, এবং ২০২৩ সালে আসতে পারে AR Glasses।
-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।