TikTok এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা বিক্রি করতে পারবে নিজেদের পণ্য

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

এবার TikTok এর নতুন ফিচারের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা বিক্রি করতে পারবে নিজেদের পণ্য।

TikTok এর Teespring ইন্টিগ্রেশন এর মাধ্যমে ক্রিয়েটররা এই সুবিধা পাবে। TikTok-Teespring Integration পার্টনারশিপের মাধ্যমে TikTok এর ইউজাররা নিজেদের পণ্য ডিজাইন করতে পারবে, প্রোমোট করতে পারবে এমনকি বিক্রিও করতে পারবে।

TikTok খুব তাড়াতাড়ি তাদের প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছে এই দারুণ ফিচারটি। Teespring একটি মার্কেট-প্লেস ফিচার যেখানে স্বাধীন ভাবে টি-শার্ট, ফোন কভার বা ইত্যাদি ডিজাইন করা যায়। এটি ই-কমার্স প্ল্যাটফর্মের মত কাজ করে যেখানে ইউজাররা নিজেদের ডিজাইন বিক্রিও করতে পারে।

TikTok এর হেড অফ প্রোডাক্ট Sean Kim, Teespring এই নিয়ে বলেন, আমরা ইউজারদের সব সময় বেস্ট ফিচারটি দেয়ার চেষ্টা করি, ক্রিয়েটররাই TikTok এর সব। আমরা আমাদের প্ল্যাটফর্মে তাদের জন্য আরও ভ্যালু এবং সুযোগ যোগ করার চেষ্টা করছি।

ইতিমধ্যে Teespring এর Private Beta ব্যবহার করছে ৭০০০ এর বেশি ইউজার এবং আশা করা যায় অতি শীগ্রই সকল ইউজাররাই এই সুবিধা পেয়ে যাবে।

ইতিমধ্যে YouTube এবং Twitch, Teespring এর সাথে পার্টনারশিপ করছে। ইউটিউবে ভিডিওর নিচে ক্রিয়েটরদের পণ্য গুলো শো করছে। জানা গেছে TikTok এর শপিং লেআউট নিয়ে এখনো কাজ চলছে।

TikTok এবং Teespring এর নতুন এই পার্টনারশিপের মাধ্যমে ইউজাররা নতুন ভাবে অর্থ উপার্জন করতে পারবে এবং নিজেদের কন্টেন্ট মনিটাইজ করতে পারবে।

এখন পর্যন্ত TikTok-Teespring Integration এ নির্দিষ্ট ইউজাররা এক্সেস পাচ্ছে। যদিও এর কোন ক্রাইটেরিয়া এখনো প্রকাশ করা হয় নি তবে ধারণা করা যায় এই ফিচারটি পেতে হলে অবশ্যই নির্দিষ্ট সংখ্যা ফলোয়ারের দরকার হবে।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস