টুইটারে যুক্ত হল নতুন Quote Tweets ফিচার

টুইটার তাদের প্ল্যাটফর্মে যুক্ত করেছে Quote Tweets নামে নতুন সেকশন। কনভারসেশন গুলো সহজে ফলো করতেই টুইটারের এই নতুন পদক্ষেপ।

কয়েক মাস পরীক্ষা নিরীক্ষার পর টুইটার চূড়ান্ত ভাবে Quote Tweets আপডেটটি সকল ইউজারদের জন্য নিয়ে এসেছে। নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা Quote টুইট গুলো আলাদা ভাবে খুঁজে পাবে।

এই ফিচারটি ব্যবহার করে একজন ইউজার যেকোনো একটি টুইটকে মেনশন করে টিউমেন্ট বা রি-টুইট করতে পারবে। এর আগে টিউমেন্টে এর Retweet মাধ্যমে এই কাজটি করা যেত।

আগে Quote টুইট গুলো খুঁজে পেতে ঝামেলা পোহতে হত এখন আর এটা হবে না। এখন টুইট গুলোর URL লিখে টুইটারে সার্চ দিলেই কনভারসেশন গুলো খুঁজে পাওয়া যাবে।

বর্তমানে টুইটারের Retweets এবং Like বাটনের পর যুক্ত হয়েছে Quote Tweets বাটন।

যেকোনো Quote Tweet দেখতে হলে ইউজারকে প্রথমে যেকোনো একটি টুইট সিলেক্ট করে Quote Tweets বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই পর্যন্ত করা কনভারসেশনটি দেখা যাবে

ইউজার যদি কোন টুইট Quote করতে চায় তাহলে প্রথমে Retweet বাটনে ক্লিক করে Quote Tweet সিলেক্ট করে ইচ্ছে মত টিউমেন্ট লেখতে পারে।

আপডেটটি খুব সাধারণ হলেও এর মাধ্যমে দারুণ পরিবর্তন এসেছে টুইটারে, এবার সহজেই খুঁজে বের করা যাবে যেকোনো কনভারসেশন।

-
টেকটিউনস টেকবুম - ৬ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস