মুসলমানদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ফেসবুক ব্যান করেছে BJP নেতার একাউন্ট

ফেসবুক সম্প্রতি এক ভারতীয় রাজনীতিবিদ এবং ক্ষমতাসীন দলের সদস্যকে, ইসলাম ধর্ম এবং মুসলমানদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ব্যান করেছে। ফেসবুক জানায়, সে ঘৃণ্য এবং সহিংসতামূলক মন্তব্য করার মাধ্যমে প্ল্যাটফর্মে নীতি লঙ্ঘন করেছে।

জানা যায় ভারতের BJP সদস্য T Raja Singh সম্প্রতি মন্তব্য করে, "রোহিঙ্গা মুসলিমদের গুলি করা উচিত এবং মুসলিমদের ভারতীয় বিশ্বাসঘাতক বলা উচিত"। একই সাথে সে মসজিদ ধ্বংসের বিষয়টিতেও সমর্থন করে।

The Wall Street Journal এর তথ্য মতে ফেসবুক T Raja Singh এর একাউন্ট নিজস্ব প্ল্যাটফর্ম এবং ইন্সটাগ্রাম থেকেও ব্যান করে দিয়েছে।

ফেসবুকের এক মুখপাত্র জানায়, আমরা আমাদের নীতিমালা লঙ্ঘনের জন্য T Raja Singh এর একাউন্ট ব্যান করেছি"।

এই ঘটনায় T Raja Singh দাবী করে সে ২০১৯ সালের এপ্রিল থেকে তার একাউন্ট ব্যবহার করে নি এবং ২০১৮ সালে একবার তার একাউন্ট হ্যাক হয়েছিল। তাকে ফেসবুকে পুনরায় একাউন্ট খুলতে সুযোগ দেয়ার জন্যও অনুরোধ করেছে।

ফেসবুক কিভাবে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য পরিচালনা করে এটি নিয়ে বেশ সমালোচনা হয়েছে কয়েকমাস আগে যেখানে ফেব্রুয়ারিতে তারা ঘোষণা করেছিল তারা রাজনৈতিক Post গুলো যাচাই বাছাই করবে না।

তবে T Raja Singh এর ঘটনায় ধারণা করা যায় ফেসবুক তাদের সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন করছে।

-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস