সম্প্রতি জানা গেছে "Kenosha Guard" গ্রুপের ফেসবুক ইভেন্ট এবং পেজ ফেসবুক নিজে থেকে ডিলিট করে নি।
কেনোশার প্রতিবাদকে কেন্দ্র করে Kenosha Guard নামে একটি Militia গ্রুপ ফেসবুকে উত্তেজনা মূলক Post ছড়াতে থাকে। কেনোশা প্রতিবাদে দুইজন মানুষকে গুলি করে হত্যা করার আগে Kenosha Guard গ্রুপটি "call to arms" নামে একটি ইভেন্ট খুলে। তারা ইভেন্টের মাধ্যমে বিভিন্ন Post এ জানায়, "অস্ত্র হাতে নিয়ে আজ রাতে আমাদের শহরটিকে দুষ্টু গুণ্ডাদের হাত থেকে রক্ষা করুন"।
Post গুলো ফেসবুকে ছড়িয়ে পড়লে ফেসবুক ব্যবহারকারীরা Post গুলোর বিরুদ্ধে রিপোর্ট করে এবং সরিয়ে ফেলতে অনুরোধ জানায়।
গত সপ্তাহে এই ধরনের Post গুলো দেরিতে সরানো নিয়ে বেশ বিতর্কিত হয় ফেসবুক। তবে জাকারবার্গ জানায়, তারা তৎক্ষণাৎ Kenosha Guard সম্পর্কিত ইভেন্ট ও পেজ গুলো ডিলিট করে দিতো কিন্তু মডারেটররা Militia এর নতুন পলিসি সম্পর্কে পুরোপুরি না জানার কারণে কয়েক ঘণ্টা দেরি হয়েছে।
কিন্তু এখন BuzzFeed News দিয়েছে ভিন্ন তথ্য, BuzzFeed News জানায় ফেসবুক কর্তৃপক্ষ সেই পেজ বা ইভেন্ট ডিলিট করে নি, Kenosha Guard মডেরেটররাই সেই পেজ সরিয়ে ফেলেছিল।
এ ঘটনায় ফেসবুকের ঘৃণ্য বক্তব্য নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতি মালার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া কোম্পানিটি সম্প্রতি নতুন এক পদক্ষেপের ঘোষণা দিয়েছিল যেখানে বলা হয় সহিংসতা সংগঠিত করে ফেসবুকে এমন গ্রুপ গুলোকে ব্যান করা হবে। কিন্তু সমালোচনারা বলছে ফেসবুক এই পদক্ষেপটি বাস্তবায়ন করতেও ব্যর্থ হয়েছে।
-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।