TikTok এবং যুক্তরাষ্ট্রের কোম্পানির মধ্যে চুক্তিতে বাধা দিতে সফল হয়েছে বেইজিং

Reuters, Wall Street Journal, এবং Bloomberg এর একাধিক প্রতিবেদনে অনুযায়ী বলা যায় বেইজিং সফল ভাবে TikTok এবং যুক্তরাষ্ট্রের কোম্পানি গুলোর মধ্যে চুক্তিতে বাধা দিতে পেরেছে।

গত সপ্তাহে চীনের রপ্তানি নীতিতে কিছুটা পরিবর্তন আনা হয়, যেখানে উল্লেখ্য করা হয় কিছু প্রযুক্তির সাথে সম্পর্ক যুক্ত, চুক্তি হওয়ার আগে সেটা সরকারের অনুমোদিত হতে পারে। এর মধ্যে একটি ছিল Recommendation টেকনোলোজি। যেহেতু TikTok এর সফলতা এই Recommendation টেকনোলোজির উপরই নির্ভর করে সুতরাং এই কোম্পানির সাথে যেকোনো চুক্তি আগে এটি সরকার দ্বারা অনুমোদিত হতে হবে।

তার মানে হচ্ছে ByteDance কে অবশ্যই যুক্তরাষ্ট্রের কোম্পানি গুলোর সাথে চুক্তি করতে হলে আগে সরকারের পারমিশন নিতে হবে।

যুক্তরাষ্ট্রের চলমান ব্যান হুমকির পর TikTok এর প্রধান কোম্পানি ByteDance সিদ্ধান্ত নিয়েছিলে TikTok এর যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রি করে দেবে। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানির সাথে কথাও বলেছিল তারা এর মধ্যে ছিল মাইক্রোসফট, Oracle। কিন্তু হটাৎ করেই চীনের নতুন আইনটি যেন সব কিছু বদলে নিয়েছে।

নতুন রপ্তানি আইন মতে TikTok যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি কর‍তে পারবে যদি তারা Recommendation এলগরিদম ব্যবহার না করে। কিন্তু Recommendation এলগরিদম বাদ দেওয়ার সম্ভাবনায় চুক্তিটির আলোচনা এখন স্থগিত করা হয়েছে। আলোচনার সাথে যুক্ত একটি সূত্র জানিয়েছে Recommendation এলগরিদম ছাড়া TikTok কেনা, সস্তা ইঞ্জিন দিয়ে অভিনব গাড়ি কেনার সমান।

Reuters এর রিপোর্ট মতে বর্তমান পরিস্থিতিতে TikTok এর সম্ভাব্য ক্রেতারা চুক্তিটি বাস্তবায়ন করতে চারটি উপায় অবলম্বন করতে পারে,

Recommendation এলগরিদম ছাড়াই TikTok কেনা। এতে অবশ্যই দাম অনেক কমে যাবে এবং নিজেদের এই ধরনের একটি এলগরিদম তৈরি করে নিতে হবে।

Recommendation এলগরিদম  সহ ক্রয় করতে চীনা সরকারের অনুমোদনের আশা করা। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া হতে পারে যা ট্রাম্পের ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা অতিক্রম করবে।

ByteDance থেকে এই এলগোরিদম এর লাইসেন্স নেয়া। এটি যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করতে পারে যেখানে তারা চাচ্ছে TikTok কে আলাদা ভাবে পরিচালনা করতে।

যুক্তরাষ্ট্রের সিকিউরিটি প্যানেলকে এক বছর এই চুক্তিটি তদারকি করতে অনুরোধ করা। তবে এই সময়সীমার সাথে চীনের নিয়ম মিলবে কিনা সেটা পরিষ্কার নয়।

TikTok এর এই পর্যন্ত সম্ভাব্য ক্রেতা হচ্ছে মাইক্রোসফট ওয়ালমার্ট জোট, Oracle, এবং ByteDance এর বিভিন্ন বিনিয়োগকারী।

তবে Triller দাবী করেছিল ByteDance তাদের সাথেও এই ধরনের চুক্তি করতে পারে এবং চীনের নতুন রপ্তানি আইনও তাদের পক্ষে। কিন্তু ByteDance কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সাথে আমাদের আলোচনা হয় নি বা হবেও না।

এখানে উল্লেখ্য গত আগস্টে প্রেসিডেন্ট ট্রাম্প দুটি কার্য নির্বাহী আদেশ জারি করে৷ একটি আদেশে মার্কিন নাগরিক এবং কোম্পানিকে TikTok এর সাথে লেনদেন নিষিদ্ধ করা হয় আরেকটি আদেশে যুক্তরাষ্ট্রে এটির মালিকানা বিক্রি বা ব্যানের জন্য ৯০ দিনের সময় বেধে দেয়।

যদিও TikTok এর ধরনের আদেশকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করেছিল এবং তারা অভিযোগ করে, এটির যথাযথ প্রক্রিয়াকে অস্বীকার করা হয়েছিল।

তবে চীনের আইনটি নির্দিষ্ট কোন কোম্পানিকে টার্গেট করে পরিবর্তন করা হয়েছে এই বক্তব্য অস্বীকার করে কর্তৃপক্ষ।

-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস