সম্প্রতি জানা গেছে ২০২০ সালের নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে একাধিক সতর্কতা মূলক পদক্ষেপ নিচ্ছেন মার্ক জাকারবার্গ।
গত বৃহস্পতিবার জাকারবার্গ ঘোষণা দেন নির্বাচনের আগের সপ্তাহে কোন নতুন বিজ্ঞাপণ গ্রহণ করা হবে না বা প্রচার করা হবে না। তিনি আরও জানান নির্বচনের আগের দিন গুলোতে নতুন দাবী প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে যথেষ্ট নাও হয়ে পারে।
ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ফেসবুকের এই ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেন ট্রাম্প প্রচারণা কর্তৃপক্ষ।
ট্রাম্প ক্যাম্পেইনের উপ-জাতীয় প্রেস সচিব সামান্তা জাগার বলেন, "আমাদের ইতিহাসে নির্বাচনের শেষ সাত দিন খুব গুরুত্বপূর্ণ কিন্তু আমেরিকার বৃহত্তম প্ল্যাটফর্মটি ট্রাম্পকে লড়াই করতে বাধা দিচ্ছে। যখন লক্ষ লক্ষ ভোটার সিদ্ধান্ত নেবে তখন রাষ্ট্রপতি সিলিকন ভ্যালি মাফিয়া দ্বারা নীরব হয়ে যাবেন, একই সাথে কর্পোরেট মিডিয়া গুলো তাদের মূল রাজ্যে পক্ষপাতদুষ্ট বিজ্ঞাপণ চালানোর সুযোগ পাবে"।
জাকারবার্গ জানিয়েছিলেন নির্বাচনের আগের সপ্তাহ পর্যন্ত করা বিজ্ঞাপণ বা প্রচারণা গুলো পুনরায় প্রকাশের সুযোগ পাবে কর্তৃপক্ষ রা। তবে আগে থেকে সেই বিজ্ঞাপণ গুলোর স্বচ্ছতা নিশ্চিত হতে হবে।
ফেসবুক আরও জানায় যদি কোন দল নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই নিজেদের জয় ঘোষণা করে সেই সমস্ত Post গুলো সরিয়ে ফেলা হবে।
নির্বাচনকে সামনে নিয়ে ফেসবুকের আরেকটি পদক্ষেপ ছিল তারা ফেসবুকে আলাদা একটি লেভেল যুক্ত করবে যেখানে ভোটাররা নির্বাচনের বিভিন্ন তথ্য জানতে পারবে এমনকি জানতে পারবে কিভাবে ভোট দিতে হবে।
এদিকে করোনা মহামারীতে অধিকাংশ ভোটাররা মেইল ভোটের দাবী করছে কিন্তু ট্রাম্প বলছে মেইল ভোটের মাধ্যমে ব্যাপক ভোট জালিয়াতি হতে পারে। যদিও সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্প নিজেই মেইল ভোট দিয়েছিলেন এবং তার সমর্থকদের মেইলে ভোট দিতে উৎসাহিত করেছিলেন।
মার্ক জাকারবার্গ জানান নির্বাচনের আগ পর্যন্ত তিনি ফেসবুকের পদক্ষেপ গুলোর পাশে থাকবেন।
-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।