মার্কিন নির্বাচনের এক সপ্তাহ আগে ফেসবুকে নতুন কোন নির্বাচনী প্রচারণা গ্রহন করবে না

ফেসবুক বলছে ৩ নভেম্বর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে সকল ধরনের নতুন এড বন্ধ করে দেবে।

কোম্পানিটি গত বৃহস্পতিবার জানিয়েছে বিজ্ঞাপণ দাতারা নির্বাচনের আগের দিন পর্যন্ত আগের বিজ্ঞাপণ গুলো প্রচার করতে পারবে কিন্তু নতুন কোন প্রচারণা গ্রহণ করা হবে না।

ধারণা করা হচ্ছে এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনের আগে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধ করা যাবে।

ভোটারদের ভোট দান বাড়াতে এবং বিদেশীদের নির্বাচনে হস্তক্ষেপ এড়াতে ফেসবুক যে পদক্ষেপ গুলো গ্রহণ করেছে তার মধ্যে এইটিও একটি।

ফেসবুক বলছে নির্বাচন নিয়ে এবং COVID-19 নিয়ে ভুল তথ্যের সকল Post সরিয়ে ফেলা হবে। এমনকি কোন পার্টি আগেই জয় ঘোষণা করার মত Post গুলোও ডিলিট করা হবে। ফেসবুকে এবং ইন্সটাগ্রামের মাধ্যমে ভোটারদের ভোট সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করা হবে বলে জানায় কোম্পানিটি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আরও জানায় মেসেজ ফরওয়ার্ডিং এর ক্ষেত্রেও নির্দিষ্ট লিমিট করে দেয়া হবে যাতে কোন ভুল তথ্য দ্রুত ছড়াতে না পারে। এর আগে Whatsapp এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল।

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের বর্ধমান ঝুঁকি নিয়ে চিন্তিত।

তিনি জানান, এই নির্বাচন কোন ব্যবসায় হতে পারে না। গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সবারই একটি দায়িত্ব রয়েছে। এর অর্থ হল নির্বাচন কিভাবে চলবে তা নিয়ে বিভ্রান্তি দূর করা, ভোটদানের ক্ষেত্রে লোকদের সহায়তা করা এবং সহিংসতা ও অশান্তির সম্ভাবনা হ্রাস করার পদক্ষেপ গ্রহণ করা"।

ফেসবুক, ২০১৬ সালের নির্বাচনের পুনরাবৃত্তি এড়াতে কাজ করে যাচ্ছে যেখানে যেখানে রাশিয়ার Internet Research Agency সামাজিক নেটওয়ার্ক এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম গুলো নির্বাচন নিয়ে ভুল তথ্য এবং গুজব ছড়িয়ে মানুষদের বিভ্রান্ত করেছিল।

ফেসবুক গত সপ্তাহেও ঘোষণা দিয়েছে যে তারা একই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে Internet Research Agency এর সাথে যুক্ত সকল ফেসবুক পেজ সরিয়ে ফেলবে।

ধারণা করা যায় ২০২০ সালের নির্বাচনটি একটি বিতর্কিত লড়াইয়ের রূপ নেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, তিনি নির্বাচনের ফলাফল গ্রহণ করবেন না।

-
টেকটিউনস টেকবুম - ৫ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস