ফেসবুকের অভ্যন্তরীণ যোগাযোগ প্ল্যাটফর্মের জন্য পরিষ্কার নিয়ম তৈরি করবেন জাকারবার্গ

ফেসবুকের CEO, মার্ক জাকারবার্গ তার নিজস্ব কিছু কর্মীকে দায়িত্ব দিয়েছে তারা যেন কোম্পানির অভ্যন্তরীণ প্ল্যাটফর্মকে ভাল করে নজর রাখে এবং ব্ল্যাকদের সাথে যেন কোন বৈষম্য না হয়।

গত সপ্তাহে ফেসবুকের এক কর্মী ফেসবুকের অভ্যন্তরীণ যোগাযোগ মাধ্যমে একটি Post করেন। Post এর শিরোনাম ছিল "আইন-প্রয়োগকারীদের সমর্থন এবং কৃষ্ণাঙ্গ জীবন"। ফৌজদারি-বিচার ব্যবস্থায় বর্ণগত ভাবে বৈষম্যমূলক ফলাফলের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে Post টিতে বলা হয়, বর্ণবাদ পুলিশি গুলি চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করে না।

সম্প্রতি উইসকনসিনের কেনোশায়, পুলিশ ২৯ বছর বয়সী Jacob Blake নামে এক কৃষ্ণাঙ্গকে একাধিক বার গুলি করার ঘটনার একদিন পর ফেসবুক কর্মী এ Post টি করেন।

এই Post এর পর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। প্রতিক্রিয়াটি এতটাই প্রবল হয় যে মার্কা জাকারবার্গ জানান, তিনি কর্মীদের এ ধরনের আলোচনাকে সমর্থন করেন না।

তিনি জানান, আমি আমাদের যোগাযোগ ব্যবস্থাকে এমনভাবে তৈরি করেছি যেখানে কর্মীরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে পারে। তবে আমি উদ্বিগ্ন কিছু লোক আমার কালো সম্প্রদায়ের উপর প্রভাব ফেলছে।

সিলিকন ভ্যালির বিভিন্ন কোম্পানি যেমন গুগল, ফেসবুকের একটি অভ্যন্তরীণ যোগাযোগ নেটওয়ার্ক থাকে। যেখানে কর্মীরা নিজেদের মতামত প্রকাশ করে। যেকোনো বিভিন্ন বিষয়ের উপরই আলোচনা করার সুযোগ দেয় হয় সেখানে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার পর মার্ক জাকারবার্গ জানিয়েছে তিনি অভ্যন্তরীণ নেটওয়ার্কে আলোচনার বিষয় গুলোতে পরিষ্কার নিয়ম তৈরি করবেন। যেখানে বিতর্ক তৈরি করতে পারে এমন Post বা আলোচনার স্থান হবে না।

এদিকে George Floyd হত্যাকাণ্ডের পর থেকে ফেসবুক বেশ বিতর্কিত হয়ে আসছিল। প্রতিষ্ঠানের কর্মীরা মার্ক জাকারবার্গের সিদ্ধান্তের একাধিকবার সমালোচনাও করেছে। যখন ফেসবুক ট্রাম্পের বিতর্কিত Post সারাচ্ছিল না তখন এর প্রতিবাদ করে একজন কর্মীও পদত্যাগ করে এবং বড় বড় বিজ্ঞাপণী সংস্থা গুলো ফেসবুককে বয়কট করে।

যেখানে অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলো বিতর্কিত বক্তব্যকে আলাদা করেছিল সেখানে ফেসবুকের অবস্থান ছিল অপরিবর্তনীয়। তখন জাকারবার্গ যুক্তি দেখিয়েছিল, যেহেতু এটি একটি সোশ্যাল প্ল্যাটফর্ম সুতরাং রাজনৈতিক ব্যক্তিরা কি বলছে এটা দেখার অধিকার জনগণের আছে।

কয়েক মাস আগে ফেসবুকের এক সাবেক ইঞ্জিনিয়ারও একটি ভিডিও লিক করে যুক্তি দেখিয়েছিল, ফেসবুক রাজনৈতিক ব্যক্তিদের ভুল তথ্য ছড়াতে তাদের নীতি গুলো পরিবর্তন করছে। সাবেক ইঞ্জিনিয়ার বলেন, "আমরা আমাদের নীতিমালায় ব্যর্থতাকে সন্নিবেশিত করছি"।

-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস