অনলাইন ডেটিং অ্যাপ Bumble, একটি প্রাথমিক পাবলিক অফারের জন্য প্রস্তুতি নিচ্ছে যা আগামী বছরের শুরুর দিকে আসতে পারে।
বিষয়টি সম্পর্কে অভিহিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন পাবলিকে যাবার জন্য Bumble ৬ থেকে ৮ বিলিয়ন মূল্যায়ন চাইতে পারে। তারা এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলছে এবং এখনো সময় এবং IPO এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি।
উত্তপ্ত IPO বাজারে ঝাঁপিয়ে পড়ার সর্বশেষ টেক কোম্পানি হতে যাচ্ছে Bumble।
এর আগে গত বছর প্রাইভেট ইক্যুইটি ফার্ম Blackstone Group, Bumble এর সর্বাধিক অংশ কিনে নিয়েছিল যখন এর নাম ছিল MagicLab এবং সেই চুক্তিটিতে MagicLab এর মূল্যায়ন ছিল ৩ বিলিয়ন ডলার। ২০০৬ সালে, Andrey Andreev প্রতিষ্ঠা করে কোম্পানিটি।
প্রতিষ্ঠাতা Whitney Wolfe Herd এর দ্বারা ২০১৪ সালে Bumble এর অ্যাপটি চালু করা হয় যিনি আগে Tinder এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন।
Bumble কোম্পানিতে অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে আছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, Accel, Bessemer Venture এবং Greycroft।
-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।