Internet Research Agency এর হয়ে আর্টিকেল লেখে এমন লেখদের কয়েকটি একাউন্ট বন্ধ করেছে Paypal।
সম্প্রতি ফেসবুক ঘোষণা দিয়েছে, রাশিয়ার Internet Research Agency এর সাথে যুক্ত সকল পেজকে ডিলিট করে দেবে।
আমেরিকা সিনেটের গোয়েন্দা বিষয়ক বাছাই কমিটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে Internet Research Agency, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ছিল। যাদের উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করা।
২০২০ সালেও এটি একই কাজ করছে। তারা Peace Data নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে যা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য থেকে প্রগতিশীল লেখক নিয়োগের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং প্রতি আর্টিকেলের জন্য ২০০ ডলার অফার করছে। যেখানে লেখকদের QAnon এবং Belarus এবং বিভিন্ন বিষয়ের উপর লেখতে হয়। এখানে কিছু কন্টেন্ট সাম্প্রদায়িক রাজনৈতিক উদ্দেশ্যেও পরিচালিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এর একজন লেখক Business Insider এর একটি সাক্ষাৎকারে জানিয়েছেন বিভিন্ন তথ্য। সে জানায় তাকে প্রতি আর্টিকেল লেখার জন্য ২০০ ডলারের অফার দেয়া হয়। যদিও তাকে পরবর্তীতে তিনটি আর্টিকেল লেখার জন্য ৩০০ ডলার দেয়া হয়েছিল।
পেমেন্ট কিভাবে পায় এই প্রশ্নের জবাবে তিনি জানান তাকে Paypal এ পেমেন্ট করা হতো।
Paypal কে বিষয়টি সম্পর্কে অভিহিত করা হলে এবং Peace Data এর সাথে যুক্ত একাউন্ট গুলোর তালিকা প্রদান করলে তারা একাউন্ট গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। Paypal বন্ধ করে দেয় বেশ কয়েকটি একাউন্ট। একই সাথে Paypal জানিয়েছে তারা বিষয়টি আরও তদন্ত করে দেখছে।
Paypal এর এক প্রতিনিধি বলেন, "কোম্পানিটির একটি অভ্যন্তরীণ দল রয়েছে যারা প্ল্যাটফর্মটিতে সম্ভাব্য বেআইনি ক্রিয়া কলাপ সনাক্ত এবং তদন্ত করতে কাজ করে"।
তবে এদিকে রাশিয়ার অপপ্রচারের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে Peace Data এবং তাদের একটি বিবৃতিতে বিষয়টি হতবাক করার মত বলে উল্লেখ করে।
-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।