সম্প্রতি জানা গেছে চীনের নতুন রপ্তানি আইনটি, TikTok কে কিনে নিতে Triller এর ২০ বিলিয়ন ডলারের বিডকে সমর্থন করে। সূত্র থেকে জানা গেছে ByteDance এর CEO, Triller এর নির্বাহীদের সাথে আলোচনা করছে।
ByteDance ইতিমধ্যে TikTok এর যুক্তরাষ্ট্রের পরিচালনা বিক্রি করতে কয়েকটি কোম্পানির সাথেই কথা বলেছে। ট্রাম্পের ঘোষণার পর যুক্তরাষ্ট্রে TikTok এর ব্যান ঠেকাতে ByteDance চাপের মুখে পড়ে এই সিদ্ধান্ত নেয়।
যখন চীনে নতুন রপ্তানি আইনি ঘোষণা হয় তখন TikTok এর এই ধরনের চুক্তি কিছুটা ঝুঁকির মধ্যে পড়ে যায়। আইন অনুযায়ী এ ধরনের চুক্তি সম্পাদন হওয়া আগে সরকারের অনুমোদনের দরকার হয়।
এর মধ্যে নতুন একটি সূত্র জানিয়েছে নতুন আইনটি TikTok এর সাথে Triller এর চুক্তিকে সমর্থন দিতে পারে। সূত্রটি আরও জানিয়েছে যেহেতু Triller ও, TikTok এর মত একই সার্ভিস প্রদান, Triller ও একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সুতরাং তাদের সাথে চুক্তির মাধ্যমে চীনের নতুন রপ্তানি নীতি এড়ানো সম্ভব।
TikTok বিশ্বজুড়ে তদন্তের মুখোমুখি হলে অনুরূপ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম Triller এর জনপ্রিয়তা বেড়ে যায়। ভারতে TikTok বন্ধের পর পরই রাতারাতি Triller এর ৩০ মিলিয়ন ইউজার বেড়ে যায়। এটি একই সাথে বিশ্বের ৮৫ টি দেশে Apple অ্যাপ-স্টোরের শীর্ষে পৌঁছে যায়।
সম্প্রতি কোম্পানিটি TikTok এর মালিকানা কিনে নিতে ২০ বিলিয়ন ডলারের বিডের ঘোষণা দিয়েছে।
তবে ByteDance এর মুখপাত্র Triller এর এমন বক্তব্য কে অস্বীকার করেন এবং বলেন, "তাদের সাথে আমাদের কোন আলোচনা হয় এবং ভবিষ্যতেও হবে না"।
এ ব্যাপারে সূত্রটি জানায়ে ByteDance এর CEO, Zhang Yiming কে অন্যান্য নির্বাহীরা মাইক্রোসফট অথবা Oracle এর সাথে চুক্তি করতে চাপ দিচ্ছে।
অন্যদিকে কিছুদিন TikTok এর CEO, Kevin Mayer তার দায়িত্ব থেকে সড়ে যান, ধারণা করা হচ্ছে ট্রাম্পের সাথে আইনি ঝামেলায় যেতে চান নি বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
-
টেকটিউনস টেকবুম - ৪ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।