২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে Galaxy Z Fold 2 এর প্রি-অর্ডার

৫ আগস্ট এবং ১ সেপ্টেম্বরে Samsung এর Galaxy Unpacked ইভেন্টের পর কোম্পানি তাদের নতুন Galaxy Z Fold 2 ফোন উন্মোচন করেছে।

নতুন এই ফোল্ডেবল ডিভাইসটি আনা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ ফিচার দিয়ে। ফোনটিকে আগের চেয়ে আরও বেশি পাতলা করা হয়েছে, ফোল্ড ভাজে রাখা হয়েছে ছোট গ্যাপ। Samsung জানিয়েছে সোজা করা এবং ফোল্ড করাতে ফোনটি আগের চেয়ে বেশি টেকসই। ডিভাইসটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটির Hinge, Samsung লোগোর আড়ালে থাকবে।

জানা গেছে Galaxy Z Fold 2 এর সামনের স্ক্রিন হবে 6.2-inch। যার জন্য যখন এটি ক্লোজ করা হবে তখন তা গতানুগতিক স্মার্ট-ফোনের মতই ব্যবহার করা যাবে। ভাজটি খুলার পর এটি দেবে 7.6-inch ডিসপ্লের ট্যাবলেট অভিজ্ঞতা। ডিসপ্লেতে দেয়া হয়েছে  120Hz Refresh Rate।

জানা গেছে Galaxy Z Fold 2 এর খুচরা মূল্য ২, ০০০ ডলার থেকে শুরু হবে এবং এটি Samsung এর অফিসিয়াল ওয়েবসাইট, Best Buy,  Amazon, এবং Verizon থেকে প্রি-অর্ডার করা যাবে।

-
টেকটিউনস টেকবুম - ৩ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস