এ বছর অত্যাশ্চর্য বৃদ্ধি ঘটেছে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম Zoom এর। এই করোনা ভাইরাস সংকটে শীর্ষস্থানীয় কর্পোরেট সুবিধা ভোগী কোম্পানি হিসেবে পরিণত হয়েছে Zoom।
Cisco WebEx এ কাজ করার পর ২০১১ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেন Eric Yuan। তার লক্ষ্য ছিল এমন একটি কর্পোরেট ভিডিও কনফারেন্সিং টুল তৈরি করবে যা ব্যবহার করা অত্যন্ত সহজ হবে। সিলিকন ভ্যালিতে বছরের পর বছর জনপ্রিয়তা পেলেও হটাৎ করেই বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠে এটি। বর্তমানে বিশ্ব জুড়ে মানুষ অনলাইন ক্লাস, মিটিং, এমনকি বিবাহের ক্ষেত্রেও ব্যবহার করছে Zoom কে।
ফ্রিতে ইউজারদের সীমিত সুবিধা দিলেও, এটি চীনের বিভিন্ন স্কুলে ফ্রিতেই প্রিমিয়াম সুবিধা ভোগ করার সুযোগ দিয়েছে।
গত সোমবার কোম্পানিটি তাদের অর্থ বছরের রিপোর্ট প্রকাশ করে, যেখানে তারা Wall Street Journal প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে।
চার্টের মাধ্যমে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এ বছরের শুরু থেকে কিভাবে এটির আয় বৃদ্ধি পেয়েছে।
Zoom তাদের ২য় কোয়াটারের রিপোর্ট অনুযায়ী জানায়, তারা ৬৬৩ মিলিয়ন ডলার আয় করেছে যা গত বছরের তুলনায় বৃদ্ধি পায় প্রায় ৩৫৫% এর মত। ২০১৯ সালের পূর্ণ বছরের আয় ছিল ৬২২.৭ মিলিয়ন ডলার। এর মানে দাড়ায় এই কোয়ার্টারে আয় বেড়েছে ৪০ মিলিয়নের মত।
Zoom এ বছরের মার্চে প্রথম গাইডেন্স ইস্যু করে এবং প্রত্যাশা করছিল আয় ৯০৫ থেকে ৯১৫ মিলিয়ন ডলারের মধ্যে থাকবে। কিন্তু রিপোর্ট প্রকাশের পর আয় বৃদ্ধি পেয়েছে ১৬৯%।
Zoom এর CFO জানিয়েছে ২য় কোয়ার্টারের ৮১% আয় এসেছে শুধু মাত্র নতুন ইউজারদের থেকে। তিনি আরও জানান নতুন গ্রাহকরা বার্ষিক ভাবে পে না করে মাসিক ভিত্তিতে পে করছে।
আয়ের রিপোর্ট প্রকাশের সাথে সাথে বেড়ে যায় কোম্পানিটির স্টক প্রাইজ। জানা গেছে Zoom এর স্টক বেড়েছে ৫৬০% এরও বেশি। যখন ২০১৯ সালে প্রথম বারের মত কোম্পানিটি পাবলিকে গিয়েছিল তখন এর বাজার মূল্যায়ন ছিল ১৬ বিলিয়ন ডলার কিন্তু সেপ্টেম্বর ১ এর বাজার মূল্যায়ন দাড়ায় ৯১.৭১ বিলিয়ন ডলার।
তবে Zoom এর এই পথ চলা এতটা সহজ ছিল না, মহামারীর শুরুতেই কোম্পানিটির বিরুদ্ধে একাধিক সিকিউরিটি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
Zoom যেভাবে এগিয়ে যাচ্ছে আশা করা যায় আসছে দিন গুলোতেও ইউজারকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে তাদের এই বৃদ্ধি অব্যাহত রাখবে।
-
টেকটিউনস টেকবুম - ৩ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।