ACCC এর কোডের জন্য অস্ট্রেলিয়ান পাবলিশারদের নিউজ প্রকাশে বাধা পেতে পারে ফেসবুক

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সরকারি একটি নিয়ন্ত্রণ আইন কার্যকর হলে অস্ট্রেলিয়ান পাবলিশারদের নিউজ প্রকাশে বাধা পাবে ফেসবুক

ফেসবুক তার ইউজারদের আরও বস্তুনিষ্ঠ সংবাদ প্রদানের লক্ষে Facebook News নামে নতুন ফিচার চালু করে। তারা একই সাথে অর্থ প্রদান করে সেই পাবলিশারদের যাদের নিউজ গুলো Facebook News এ প্রদর্শন করা হয়।

বর্তমানে অস্ট্রেলিয়ার নিউজ পাবলিশারদের নিউজ প্রকাশে ঝুঁকিতে আছে ফেসবুক। যদি Australian Competition and Consumer Commission (ACCC) এর নতুন একটি কোড বাস্তবায়ন করা হয় তাহলে ফেসবুক আর অস্ট্রেলিয়ান পাবলিশারদের নিউজ প্রকাশ করতে পারবে না।

জানা গেছে ACCC, এর কোড  বড় টেক কোম্পানি গুলো যেমন, গুগল, ফেসবুক এর জন্য একটি বেসিক ফার্ম-ওয়ার্ক তৈরি করবে। যার মধ্যে নির্দিষ্ট থাকবে তারা কন্টেন্ট পাবলিশারদের কি পরিমাণ অর্থ প্রদান করবে।

ACCC এর প্রস্তাবিত খসড়া কোডে এখন পর্যন্ত উল্লেখ করা হয়েছে, গুগল, এবং ফেসবুক এর মত কোম্পানি গুলো তাদের লোকাল পাবলিশারদের ন্যায্য মূল্য দিতে বাধ্য থাকবে এবং বিভিন্ন এলগোরিদম পরিবর্তনে স্বচ্ছতা নিশ্চিত করবে।

ফেসবুকের স্থানীয় ব্যবস্থাপনা পরিচালক Will Easton জানিয়েছেন, "এই খসড়া কোডটি যদি আইন হয়ে যায় তাহলে আমরা অনিচ্ছাকৃত ভাবে অস্ট্রেলিয়ার প্রকাশক এবং লোকদের নিউজ গুলো প্রকাশ করতে পারব না"।

Will Easton আরও বলেন যে সরকারের প্রস্তাবিত পদক্ষেপ গুলো এখন অপ্রতিরোধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ফেসবুক জানায়, তারা ইতিমধ্যে সংবাদ প্রকাশকদের যথেষ্ট আর্থিক সুবিধা প্রদান করে এবং ACCC এর হস্তক্ষেপ ছাড়াই এটি চালিয়ে যাবার পরিকল্পনা করে।

Will Easton বলেন, "আমরা ইতিমধ্যে অস্ট্রেলিয়ান সংবাদ ব্যবসায় লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করেছি এবং আইন নিয়ে আলোচনা করার সময় আরও কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলাম"।

তিনি আরও জানান, আমরা Fecebook News কে অস্ট্রেলিয়ায় নিয়ে আসারও পরিকল্পনা করছিলাম। যেখানে গত মাসে যুক্তরাষ্ট্রে এটি চালু করা হয়েছে।

এই কোডের জন্য একই ভাবে আগস্টে হুমকিতে পড়েছিল গুগলও।

গুগলের অস্ট্রেলিয়ার ম্যানেজিং ডিরেক্টর Mel Silva একটি চিঠির মাধ্যমে জানিয়েছিল প্রস্তাবিত কোডের কারণে তাদের ফ্রি পরিষেবা গুলো ঝুঁকিতে রয়েছে।

তবে এখানে একটা প্রবল সম্ভাবনা আছে যে গুগল, ফেসবুক এই ধরনের হুমকি ভয় পাবে না। এর আগেও ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের বিভিন্ন দেশে গুগলকে কন্টেন্ট পাবলিশারদের অর্থ প্রদান কর‍তে জোর করেছিল।

তবে এই কোডের বিরুদ্ধে ফেসবুক থেকে গুগলের প্রতিক্রিয়া বেশি আক্রমণাত্মক ছিল, তারা খোলা চিঠি প্রকাশের পরেও ইউটিউবকে এই কোডের বিরুদ্ধে সাবমিশনের জন্য উৎসাহিত করে।

-
টেকটিউনস টেকবুম - ৩ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস