নতুন প্রকাশ করা চাকরির Post টি সরিয়ে ফেলছে Amazon

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

চলতি সপ্তাহে Post করা Amazon এর "Intelligence Analyst " পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলা হয়েছে।

Amazon, সম্প্রতি কর্মীদের সংঘবদ্ধ হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়ায়, কর্মীদের বিভিন্ন তথ্য নির্বাহীদের কাছে রিপোর্ট করতে Intelligence Analyst নামে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।

ধারণা করা যায় কর্মীদের সংঘবদ্ধ হওয়াকে রোধ করতেই Amazon এমন পদক্ষেপ নিয়েছিল। নিয়োগে বর্ণনা করা হয় সংস্থার বিরুদ্ধে এ রকম সংগঠন হুমকি সরূপ। একই সাথে কোম্পানির প্রতিবাদকারী শ্রম গোষ্ঠীর বিরুদ্ধে Amazon এর আইনি পদক্ষেপ নেয়ার উপাদান সংগ্রহের বিষয়ও উল্লেখ করা হয়।

পদটির আরও কিছু দায়িত্বের মধ্যে ছিল প্রতিযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহ, ভূ-রাজনৈতিক বিষয় গুলো এমনকি সন্ত্রাসবাদ তথ্য নিয়ে অনুসন্ধান করা।

মুচে ফেলার আগে এই Post টি টুইটারে ব্যাপক ভাবে শেয়ার করা হয়।

https://twitter.com/jfslowik/status/1300756214574276610?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300756214574276610%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.businessinsider.com%2Famazon-posts-deletes-job-listing-intelligence-analyst-spy-worker-union-2020-9

Post টি প্রকাশের ১ দিন পর Amazon এর মুখপাত্র জানায়, "চাকরির এই Post এ সঠিক বিবরণ ছিল না, এটি ভুল ভাবে তৈরি করা হয়েছে"।

Intelligence Analyst এর কাজের বিবরণে বলা হয়েছিল Amazon এর চেইন অব কমান্ডের বিভিন্ন স্তরের পরিচালকদের সাথে যোগাযোগের জন্য দায়বদ্ধ থাকবে।

Amazon এ কয়েক মাস ধরেই শ্রমিকদের উত্তেজনা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল এবং কর্মীরা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করছিল। এ বছরই এর গুদাম কর্মীর চারবার ধর্মঘট পালন করে৷ তাদের দাবী ছিল Amazon এই মহামারীতে তাদের স্বাস্থ্যের যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করছে না এবং বাধ্য করে ওভার টাইম করাচ্ছে।

এসব ঘটনায় প্রতিবাদ করায় এ পর্যন্ত Amazon তিন জন কর্মীকে চাকরীচ্যুত করেছে খবর পাওয়া যায়, যদিও Amazon বলেছিল তারা অন্য কারণে কর্মীদের বহিষ্কার করেছে, প্রতিবাদ করার জন্য নয়।

-
টেকটিউনস টেকবুম - ৩ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস