ফেডারেল এজেন্টরা টুইটারের বিট-কয়েন কেলেঙ্কারিতে এবার তদন্ত করছে ১৬ বছর বয়সী এক কিশোরকে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Massachusetts এর ফেডারেল এজেন্টরা ১৬ বছর বয়সী এক কিশোরকে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে গত মাসের টুইটারের বিট-কয়েন কেলেঙ্কারিতে তার বিরাট ভূমিকা থাকতে পারে।

প্রতিবেদন বলা হয়েছে, তদন্তের সাথে জড়িত সূত্র দাবী করছে যে এই কিশোর টুইটারের ইন্টারনাল টুলে এক্সেস নেয়ার মাধ্যমে, এই ধরনের হামলায় বিভিন্ন দিক পরিচালনা এবং ষড়যন্ত্রে সহায়তা করেছে।

The Times  জানিয়েছে এখনো এই কিশোরের বিরুদ্ধে কোন অপরাধের অভিযোগ আনা হয় নি, তবে FBI এর মুখপাত্র জানিয়েছে তারা ওই কিশোরকে পরোয়ানা দিয়েছিল এবং সে এর যে বাড়িতে বাস করে সেখানে অভিযানও চালিয়েছে।

এর আগেও একই অভিযোগে গ্রেফতার করা হয় ফ্লোরিডার ১৭ বছর বয়সী Graham Ivan Clark কে। একই সাথে বিচার বিভাগ অভিযুক্ত করে Orlando এর ২২ বছর বয়সী Nima Fazeli কে এবং যুক্তরাজ্যের ১৯ বছর বয়সী Mason Sheppherd কে।

এখন পর্যন্ত জানা গেছে Graham Ivan Clark নাবালক হওয়ায় মামলাটি পরিচালনা করবে ফ্লোরিডার রাজ্য কর্তৃপক্ষ। Massachusetts এর কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে তার সাথেও এমনটি ঘটবে বলে আশা করা যায়।

এখানে উল্লেখ্য জুলাইয়ের মাঝামাঝি সময় হ্যাক করা হয় Barack Obama, Joe Biden, Bill Gates, Warren Buffett, Jeff Bezos, এবং Elon Musk সহ আরও বেশ কয়েকজন প্রভাব শালী ব্যক্তির টুইটার একাউন্ট, যেখানে বিট-কয়েনে ডোনেশনের জন্য অর্থ চাওয়া হয়। আর এই হ্যাকের মধ্যমে হ্যাকাররা হাতিয়ে নেয় ১২০, ০০০ ডলারের বেশি অর্থ।

ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে তদন্ত করছিল FBI সহ বেশ কয়েকটি সংস্থা।

-
টেকটিউনস টেকবুম - ৩ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস