অ্যানিমে ফ্যানদের প্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হচ্ছে Crunchyroll। ল্যাটেস্ট এবং দুর্দান্ত Animation ড্রামা এবং শো এর জন্য অন্যতম স্ট্রিমিং সার্ভিস এটি।
AT&T এর মালিকানায় যাবার পর এটি বর্তমানে নতুন দুটি পেইড মেম্বার-শিপ প্যাকেজ চালু করেছে। যেখানে ইউজাররা পাবে কিছু অতিরিক্ত ফিচার।
এড সাপোর্টেড এই Crunchyroll ভিডিও প্ল্যাটফর্মের আছে বিশাল ফ্যান-বেজ। এর প্রিমিয়াম ইউজাররা প্রতি মাসে ৭.৯৯ ডলার দিয়ে এর এড ফ্রি অভিজ্ঞতা পেতে পারে। একই সাথে সাবস্ক্রাইবাররা আগেই পেয়ে যায় নতুন শো গুলো, যেখানে ফ্রি ইউজাররা এগুলো দেখতে পারে এক সপ্তাহ পরে।
Crunchyroll এর ধারণা আগের প্যাকেজ গুলো অ্যানিমে ফ্যানদের জন্য যথেষ্ট ছিল না। যেখানে দেখার মত রয়েছে ১০০০ টি শো এবং ৩০০০০ এর বেশি পর্ব।
Crunchyroll এর নতুন দুটি প্যাকেজের নাম দেয়া হয়েছে Mega Fan এবং Ultimate Fan।
Mega Fan এর সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে প্রতি মাসে ৯.৯৯ ডলার। যাতে করে অফলাইন ভিউ, একসাথে চারটি স্ট্রিম এবং ইউজাররা Crunchyroll Store এ পাবে বিশেষ ডিসকাউন্ট।
Ultimate Fan এর সাবস্ক্রিপশন ফি হচ্ছে প্রতিমাসে ১৪.৯৯ ডলার। যেখানে রাখা হয়েছে আগের প্যাকেজের সব সুবিধা সহ এক সাথে ৬ টি স্ট্রিম এবং বিভিন্ন সার্ভিসে বোনাস।
বর্তমানে দুটি প্যাকেজ শুধু মাত্র যুক্তরাষ্ট্রে চালু করা হলেও, বিশ্বব্যাপী এটি চালু করারও পরিকল্পনা আছে কোম্পানিটির।
ইতিমধ্যে Crunchyroll এর ৩ মিলিয়নের ও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। যা One Piece, Black Clover, এবং Naruto: Shippuden এর মত শো গুলোর জন্য বেশ জনপ্রিয়। অতিরিক্ত কিছু সুবিধা যেমন, অফলাইন ভিউ, একাধিক ডিভাইসে স্ট্রিমিং ইত্যাদির জন্যই প্ল্যাটফর্মটিতে ভিন্ন প্যাকেজ রাখা হয়েছে।
গুজব শুনা যাচ্ছে কোম্পানিটিকে Sony এর কাছে ১.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করে দিতে পারে AT&T।
-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।