Galaxy Z Fold 2 সম্পর্কে যে বিষয় গুলো জানা প্রয়োজন

ভবিষ্যতে ইউজারদের ভিন্ন ডিজাইনের ফোন দিতেই ফোল্ডেবল ফোন গুলোর উদ্ভব। আপকামিং ফোল্ডেবল ফোন গুলোর মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে Galaxy Z Fold 2 নিয়ে। যদিও Samsung এ ব্যাপারে অফিসিয়ালি কোন কিছু জানায় নি তবুও ভিন্ন সূত্র থেকে কিছু দিন পর পর নানা রকম কথা শুনা যায়।

এখন পর্যন্ত জানা গেছে যুক্তরাজ্যে প্রি-অর্ডারের জন্য Galaxy Z Fold 2 ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৭৯৯ পাউন্ড। WinFuture জানায় ফোনটির যুক্তরাষ্ট্রে দাম ধরা হতে পারে ২৩০০ ডলার থেকে ২৪০০ ডলার।

এর আগে যেহেতু Galaxy Z Fold যুক্তরাষ্ট্রে ১৯৮০ ডলারে বিক্রি হয়েছিল সুতরাং ধরনা করা যায় ১৯০০ ডলার রেঞ্জের মধ্যে আসতে পারে Galaxy Z Fold 2।

ফোনটি নিয়ে বড় প্রশ্ন ছিল এটি কবে রিলিজ হবে। এখন পর্যন্ত SamMobile এর তথ্য অনুযায়ী ফোনটি সাউথ কোরিয়ায় ১৮ সেপ্টেম্বর রিলিজ হতে পারে।

তবে Samsung এর রিলিজ প্যাটার্ন দেখে অনুমান করা যায় অন্য মার্কেট গুলোতে একই সময় রিলিজ হতে পারে। রিপোর্টের মাধ্যমে আরও ধারণা করা যায় ১১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ডিভাইসটির প্রি-অর্ডার নেয়া হবে।

অফিসিয়াল ভাবে ফোনে স্পেসিফিকেশন এখনো প্রকাশ পায় নি তবে WinFuture এর একটি লিকের মাধ্যমে কিছুটা ধারণা পাওয়া যায়। ফোনটির বাইরের দিকে দেয়া হতে পারে, 2260x816 রেজুলেশন এবং 60Hz Refresh Rate এর HDR10+ 6.2-inch ডিসপ্লে। ভেতর দিকে থাকতে পারে 2208x1768 রেজুলেশন এবং 120Hz Refresh Rate এর 7.6-inches ডিসপ্লে।

ফোনটিতে থাকতে পারে  Triple ক্যামেরা সেটআপ। এতে থাকতে পারে f/2.2 Aperture এর একটি 12MP Ultra-wide Lens, f/1.8 Aperture এর একটি 12MP Wide Camera এবং f/2.4 Aperture এর একটি 12MP Telephoto Sensor। সেলফি ক্যামেরার জন্য রাখা হবে f/2.2 Aperture এর 10MP ক্যামেরা।

ফোনটিতে দেয়া হতে পারে Android 10 এবং One UI 2.। ফোল্ডেবল ফিচারকে আরও আকর্ষণীয় করতে রাখা হবে Flex Mode। এখন পর্যন্ত জানা গেছে প্রসেসর হিসেবে ব্যবহৃত হবে Snapdragon 865+ প্রসেসর।

যাই হোক যেহেতু এখনো অফিসিয়াল কোন ঘোষণা আসে নি সুতরাং কোন তথ্যই নির্ভর যোগ্য নয়, তবে লিক গুলো থেকে কিছুটা ধরনা নেয়া যায়।

ফোল্ডেবল ফোনের ক্ষেত্রে এখনো Samsung রাজত্ব করলেও সেই দিন বেশি দেরি নয় যখন অন্য কোম্পানিরাও ফোল্ডেবল ফোন বৃহৎ পরিসরে বাজারে নিয়ে আসবে।

-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস