মার্কিন যুক্তরাষ্ট্র এবং TikTok এর মধ্যকার চুক্তিকে প্রভাবিত করতে পারে চীনের নতুন রপ্তানি আইন

TikTok এর মার্কিন মালিকানা বিক্রয়কে দারুণ ভাবে প্রভাবিত করতে পারে চীনের নতুন রপ্তানি পলিসি।

TikTok ইতিমধ্যে তার যুক্তরাষ্ট্রের মালিকানা বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল আর জানা গেছে চীনের নতুন আইনের কারণে এটি ব্যাহত হতে পারে।

বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে TikTok এর গ্রহণযোগ্যতা নিয়ে উঠছিল না প্রশ্ন। যুক্তরাষ্ট্রের আইন-প্রয়োগকারীরা বারবার সতর্ক করছিল যে অ্যাপটি তাদের দেশের জাতীয় সুরক্ষার জন্য হুমকি এবং চীনা মালিকানাধীন হওয়ায় TikTok যুক্তরাষ্ট্রের তথ্য বাইরে পাচার করতে পারে, ইত্যাদি। ট্রাম্প নিজেও কয়েকবার TikTok ব্যানের হুমকি দেয় এবং তার নির্বাচনী প্রচারণায় ব্যবহারে দেশের জনগণকে সচেতন করে।

সর্বশেষ TikTok যুক্তরাষ্ট্রে তার ব্যান ঠেকাতে সিদ্ধান্ত নেয় এটি কোন মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দেবে। ট্রাম্পও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়, তিনি জানায় এই সময়ের মধ্যে TikTok তার মালিকানা যুক্তরাষ্ট্রের কোন কোম্পানির কাছে বিক্রি না করলে অ্যাপটি ব্যান করা হবে। জানা গেছে মাইক্রোসফট এবং Oracle ইতিমধ্যে TikTok এর মালিকানা কিনতে আলোচনাও করছিল।

চীন সম্প্রতি তার রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে নতুন ২৩ টি নতুন আইটেম। যা TikTok এর বিক্রি চুক্তিটি আরও জটিল করে তুলেছে। চীন সীমাবদ্ধ রপ্তানি তালিকায় যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং কাস্টমাইজড ডেটা এনালাইসিস। নতুন নিয়ম অনুযায়ী এই প্রযুক্তি গুলোতে অন্তর্ভুক্ত লেনদেন গুলো বাস্তবায়নের জন্য অনুমোদনের দরকার হবে, যা ৩০ দিনেরও বেশি সময় নিতে পারে।

TikTok এই পারসোনালাইজ ডেটা এনালাইসিস এর উপর ভিত্তি করেও প্রতিষ্ঠিত। যার উপরই TikTok
এর সফলতা নির্ভর করে। সুতরাং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে TikTok কে।

চীনের এক বিশেষজ্ঞ Cui Fan, TikTok কে নতুন এই পলিসিটি বিবেচনায় নিতে পরামর্শ দিয়েছেন।

জানা গেছে TikTok এর মূল কোম্পানি ByteDance চীনের নতুন এই আইন মানতে পুরোপুরি প্রস্তুত। চীনা সংবাদ মাধ্যম Toutiao এর রিপোর্ট অনুযায়ী ByteDance, জানিয়েছে নিয়ম গুলো কঠোর ভাবে মানা হবে।

এখনো বিষয়টি পরিষ্কার নয় যে চীনের নতুন রপ্তানি নীতি টি কিভাবে TikTok এর চুক্তিকে প্রভাবিত করবে, অথবা আসলেও প্রভাবিত করবে কিনা। তবে ২০০৮ সালের পর নতুন করে নীতিটি পরিবর্তন কিছুটা সন্দেহজনক।

সব মিলিয়ে এই বিষয়টি পরিষ্কার যে কোম্পানি, TikTok কে কেনার সিদ্ধান্ত নেবে তার জটিল একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। একদিকে নতুন আইন অন্যদিকে TikTok এর সিকিউরিটি ইস্যু তো আছেই।

-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস