বাজারে আসছে Lenovo এর দারুণ দুটি ট্যাবলেট

সম্প্রতি  Lenovo বাজারে নিয়ে এসেছে দুটি দারুণ ট্যাবলেট। তারা  Lenovo Tab P11 Pro এবং Lenovo Tab M10 HD Gen 2 নামে দুটি ট্যাবলেট নিয়ে আবার ট্যাবলেট বাজারে প্রবেশ করেছে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানিটি তাদের দুটি মিড-রেঞ্জের দুটি ট্যাবলেট এর ঘোষণা দেয়। আশা করা হচ্ছে সলিড দুটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজার দখল করতে পারবে।

বিনোদনকে বিবেচনা করে ঘোষণা দেয়া হয়েছে Tab P11 Pro ট্যাবলেটটি। এতে দেয়া হয়েছে  11.5-inch 2560 x 1600 OLED ডিসপ্লে। যা HDR10 এবং Dolby Vision সাপোর্ট করবে। শুধু ডিসপ্লের ক্ষেত্রেই তারা এগিয়ে নয় ডিভাইসটিতে দেয়া হয়েছে চারটি স্পিকার যা হাই কোয়ালিটি মিউজিক অভিজ্ঞতা দিতে পারবে।

ডিভাইসটিতে আছে Qualcomm Snapdragon 730G প্রসেসর, একই প্রসেসর Google Pixel 4a স্মার্ট-ফোনেও থাকবে। ডিভাইসটির চারপাশে থাকবে 6.9mm Slim Bezels।

ব্যাটারি ব্যাক আপ এর দিকে আসলে দেখা যায়,  Lenovo বলছে ডিভাইসটি একবার ফুল চার্জে টানা ১৫ ঘণ্টা টানা ব্যবহার করা যাবে। ট্যাবলেটটিতে দেয়া হয়েছে 8600mAh ব্যাটারি।

অন্যান্য ট্যাবলেটের মতই Lenovo Tab P11 তে মাল্টি-টাস্কিং অথবা টাইপিং জন্য ব্যবহার করতে হবে এক্সটারনাল কিবোর্ড।

অন্যদিকে Lenovo Tab M10 HD Gen 2 ট্যাবলেটে দেয়া হয়েছে গুগলের Kids Space ফিচার। বিশেষ করে এই ট্যাবলেট ডিজাইন করেছে ফ্যামিলি ইউজ এর জন্য। যাতে দেয়া হয়েছে বিভিন্ন ফ্যামিলি ফিচার।

Lenovo Tab M10 HD Gen 2 তে দেয়া হয়েছে 10.1-inch HD Wide-angle Display। আরও আছে Dolby Atmos সাপোর্টের ডুয়েল স্পীকার। ব্লু লাইট থেকে চোখ কে রক্ষা করতে ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে TÜV Rheinland Eye Protection।

Lenovo Tab M10 HD Gen 2 এর মধ্যে ব্যবহার করা করা হয়েছে 2.3 GHz পাওয়ারের  Octa-core Processor।

জানা গেছে ২০২০ সালের নভেম্বরে বাজারে আসবে Lenovo Tab P11 Pro ট্যাবলেট এবং দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ ডলার থেকে।

একই সাথে Lenovo Tab M10 HD Gen 2 ট্যাবলেট এর দাম শুরু হবে ১৩০ ডলার থেকে এবং অক্টোবরের শেষদিকে বাজারে আসতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 488 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস