গ্রাহকদের চাহিদা মাথা রেখে নেটফ্লিক্স তাদের কিছু অরিজিনাল কন্টেন্ট ফ্রি দেখার ব্যবস্থা করেছে। Stranger Things, Bird Box, এবং Two Popes এর মত কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ এখন ইউজাররা দেখতে পারবে নেটফ্লিক্স একাউন্ট ছাড়াই।
সাধারণত যেখানে নেটফ্লিক্সের কোন সিরিজ দেখতে হলে আগে ট্রায়েল পিরিয়ডের মাধ্যমে দেখতে হতো, সেখানে এখন Watch Free নামে আলাদা সেকশন তৈরি করা হয়েছে। যার মাধ্যমে কোন ধরনের একাউন্ট ছাড়াই ইউজাররা সিরিজ গুলোর নির্দিষ্ট কিছু পর্ব দেখতে পারবে।
নেটফ্লিক্স জানিয়েছে পরবর্তীতে এই সেকশনটিতে আরও পরিবর্তন আসবে। তবে নেটফ্লিক্সের জন্য এটিই প্রথম বার নয়। এর আগে গত বছর, ভারত এবং ল্যাটিন আমেরিকাতেও কিছু লোকাল শো ফ্রি দেখার সুযোগ করে দেয়া হয়েছিল।
গত এপ্রিলে নেটফ্লিক্স, ইউটিউবের জন্যও কিছু ফ্রি প্রোগ্রামের করে দেয়।
২০২০ সালের প্রথম প্রান্তিকে নেটফ্লিক্স ১৫.৮ মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার যুক্ত করেছে যেখানে বিশ্বব্যাপী এর গ্রাহক সংখ্যা ১৮২ মিলিয়ন।
বর্তমানে নেটফ্লিক্সের Watch Free কন্টেন্ট গুলো শুধু মাত্র কম্পিউটার এবং অ্যান্ড্রয়েড ব্রাউজার ব্যবহার করে দেখা যাবে। iOS ইউজারদের জন্য এখনো এই সুবিধা দেয়া হয় নি।
অ্যান্ড্রয়েড বা কম্পিউটার ইউজার যেকেউ এই Watch Free পেজে গিয়ে Watch Now এ ক্লিক করে স্ট্রিমিং শুরু করতে পারে। নেটফ্লিক্স এর ফ্রি কন্টেন্ট গুলোর জন্য রাখা হয় নি কোন ধরনের বিজ্ঞাপনও।
এই ফ্রি কন্টেন্ট গুলোর মাধ্যমেই বুঝা যায় নেটফ্লিক্স তাদের বিজনেসে কতটা সফল। আরও বেশি সাবস্ক্রাইবার বাড়ানোর একটি উপায়ও হতে পারে তাদের এই পদক্ষেপটি।
-
টেকটিউনস টেকবুম - ২ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।