দাবানলের ক্ষতি কমাতে গুগল তাদের সার্চে এবং ম্যাপে যুক্ত করছে নতুন নতুন ফিচার।
সম্প্রতি গুগল, The Keyword এ ঘোষণা দিয়েছে তারা যুক্তরাষ্ট্রে, গুগল সার্চে দাবানলের Boundary Map এবং গুগল ম্যাপে SOS alert যুক্ত করবে।
দাবানলের ঝুঁকিপূর্ণ এলাকা গুলোর লোকেরা গুগল সার্চের এর মাধ্যমে সাহায্য পেতে পারবে। গুগলের এই আপডেটের মাধ্যমে অন্তত মানুষজন দাবানলে জ্বলতে থাকা এলাকা গুলো এড়িয়ে যেতে পারবে।
গুগল তাদের সার্চে দাবানলের ইনফরমেশন বের করা আরও সহজ করেছে। এখন দাবানল সম্পর্কিত সকল রিলেটেড ইনফরমেশন পাওয়া যাবে এবং সার্চ রেজাল্ট দাবানলের এলাকা গুলো চিহ্নিত করবে। যেমন যদি কেউ "California wildfires" লিখে সার্চ দেয় তাহলে গুগল সার্চ দেখাবে কত টুকু এরিয়া জুড়ে আগুন জ্বলছে।
গুগল সার্চের মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট এরিয়ার নাম, এবং সেই দাবানল সম্পর্কিত নিউজ, আর্টিকেল খুঁজে পাবে।
দাবানলের এই ফিচারটি গুগল শুধু মাত্র তাদের সার্চেই যুক্ত করে নি, এটি তারা যুক্ত করছে Google Maps এর মধ্যেও। ম্যাপে ইউজাররা দাবানল সম্পর্কিত বাউন্ডারি গুলো দেখতে পারবেন। কোন ইউজার দাবানলের কাছাকাছি দিয়ে গেলে Google Map তাকে এলার্ট করে দেবে।
গুগল এই সার্ভিসটি কার্যকর করতে ক্যালিফোর্নিয়ার গভর্নরের জরুরি পরিষেবা কার্যালয় এবং বোল্ডারের জরুরী ব্যবস্থাপনা অফিসের সাথে কাজ করে যাচ্ছে।
ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর ম্যাপ সার্ভিস হচ্ছে Google Maps। আর গুগল তাদের এই ম্যাপ সার্ভিসে যুক্ত করছে নতুন নতুন গুরুত্বপূর্ণ সব ফিচার। আশা করা যায় গুগল সার্চ এবং গুগল ম্যাপ মানুষকে দাবানলের ক্ষতি থেকে বেঁচে থাকতে সাহায্য করবে।
-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।