এসেছে ক্রোমের ডাইনোসর গেম এর এডভান্সড এবং মডিফাই ভার্সন

ইন্টারনেট কানেকশন না থাকলে গুগল ক্রোমে যে ডাইনোসর গেম চলে আসে এটা সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত। ইন্টারনেট আসার আগ পর্যন্ত ইউজাররা এই দারুণ গেমটি দিয়ে মোটামুটি ভালই সময় কাটাতে পারে।

স্বাভাবিক ভাবে গেমটিতে খুব বেশি ফিচার না থাকলেও একটি গেমার গ্রুপ এটিকে মডিফাই করে তৈরি করেছে এর এডভান্সড ভার্সন এবং নাম দিয়েছে Dino Swords। যেকোনো ইউজার Dino Swords এর ওয়েবসাইটে গিয়ে যেকোনো সময় খেলতে পারবে গেমটি।

Dino Swords একটি ব্রাউজার গেম, এই গেমটি প্রথম চোখে পড়ে The Verge এর। গেমটি তৈরি করেছে  MSCHF এবং 100 Thieves গ্রুপ।

গেমটিতে একটি ডাইনোসর দেয়া হয়েছে এবং যোগ করা হয়েছে বিভিন্ন  Weapons। গেমটিতে মোট ২৬ টি  Weapons আছে।

Dino Swords গেমটি যারা তৈরি করেছে তারা জানায়, বিশ্বব্যাপী সেরা প্লেয়ারদের জন্য দারুণ পুরস্কারের ব্যবস্থা রাখা আছে, তবে পুরস্কার কি হবে তা এখনো প্রকাশ করা হয় নি।

বিভিন্ন সোর্স থেকে শুনা যাচ্ছে গুগল খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ গেম গুলো সরিয়ে ফেলবে। যাইহোক ফ্ল্যাশ গুলো সরিয়ে ফেললেও এই Dino Swords গেমটি হয়তো ইউজারকে আগের অভিজ্ঞতা দিতে পারবে।

-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস