২০২০ সালের সেপ্টেম্বরে ফেসবুকের লুক বন্ধ হয়ে নতুন লুকটিই স্থায়ী হতে পারে।
ফেসবুক ২০১৯ সালে ডেক্সটপ ভার্সনের জন্য নতুন ইন্টারফেস নিয়ে আসে এবং পাশাপাশি ছিল ক্লাসিক ইন্টারফেসটি ব্যবহারেরও সুযোগ। সম্প্রতি শুনা যাচ্ছে সেপ্টেম্বরে সব সময়ের জন্য ক্লাসিক ইন্টারফেসটি সরিয়ে নিতে পারে ফেসবুক।
দীর্ঘ সময় ধরে ফেসবুকের ক্লাসিক লুকটি ব্যবহার হয়ে আসছিল যা আগে ছিল ডিফল্ট ফেসবুক ইন্টারফেস। যখন ২০১৯ সালের এপ্রিলে নতুন ইন্টারফেসটি আনা হয় তখন আগের ইন্টারফেসটিকে Classic ভার্সন বলে উল্লেখ করা হয়।
এর আগে ইউজাররে নতুন ভার্সনটি পছন্দ না হলে Switch to Classic Facebook ক্লিক করে আগের ভার্সনে ফিরে যেতে পারতো কিন্তু বলা হচ্ছে সেপ্টেম্বরের দিকে এই অপশনটি আর রাখা হবে না।
নতুন ডিজাইনের ফেসবুকে ইউজাররা চাইলে নাইট মুড ব্যবহার করতে পারবে এবং ডান পাশ থেকে সহজেই কন্টাক্ট খুঁজে পাবে। টপ মেনু-বারে রাখা হবে Gaming, Groups, Marketplace, এবং Watch ট্যাব।
বেশিরভাগ ইউজারের কাছে নতুন ইন্টারফেসটি পছন্দ না হওয়াতে তারা ক্লাসিক ভার্সনটি ব্যবহার করতো কিন্তু এই অপশনটি আর রাখা হচ্ছে না। তবে আশা করা যায় ভবিষ্যতে ফেসবুক তাদের ডিজাইনে আরও পরিবর্তন নিয়ে এসে এটিকে আরও ইউজার ফ্রেন্ডলি করে তুলবে।
-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।