অফিস ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো রোধ করবে মাইক্রোসফটের নতুন টুল

অফিস ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো রোধে মাইক্রোসফট একটি টুলের ঘোষণা দিয়েছে।

হ্যাকাররা বেশির ভাগ সময় মাইক্রোসফটের অফিস ফাইল গুলোর মাধ্যমে অন্য পিসিতে ম্যালওয়্যার ছড়ায়। এই ঝুঁকি কমাতেই মাইক্রোসফট একটি Office Sandbox ঘোষণা করেছে। যার মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানো ছাড়াই ইউজাররা অফিস ফাইল ব্যবহার করতে পারবে।

এই বিষয়টি সম্পর্কে ইউজারদের সর্বপ্রথম ধরনা দেয়া হয় Microsoft Tech Community ওয়েবসাইটে। মাইক্রোসফট জানিয়েছে ফিচারটির অফিসিয়াল নাম হবে "Application Guard for Office"। ফিচারটি ডিফল্ট ভাবে অফ থাকবে, ইউজারকে তার চাহিদা অনুযায়ী এটি অন করে নিতে হবে।

মাইক্রোসফট আরও জানিয়েছে এই ফিচারটি কিভাবে কাজ করবে এবং এর জন্য কি ধরনের হার্ডওয়্যার, অথবা সফটওয়্যার লাগবে।

দুর্ভাগ্যবশত এখন শুধু মাত্র Windows 10 Enterprise এবং Office Beta Channel Build ইউজাররা এই নতুন ফিচারটি পরীক্ষা করার সুযোগ পাবে।

দীর্ঘদিন ধরে হ্যাকাররা অফিস ফাইল গুলো দিয়ে ম্যালওয়্যার ছড়িয়ে আসছিল। EXE ফাইল কারো কম্পিউটারে প্রবেশ করানোর চেয়ে অনেক বেশি সহজ ছিল অফিস ফাইল প্রবেশ করানো। একই সাথে হ্যাকাররা খুব সহজেই ম্যালওয়্যার গুলো অফিস ফাইল গুলোতে লুকাতে পারত।

মাইক্রোসফট এর নতুন ফিচারটিতে হ্যাকারদের এই পদ্ধতি আর কাজ করবে না। এখন ইউজাররা কম্পিউটার ইনফেক্ট না করেই ওই সমস্ত ফাইল গুলো ওপেন করতে পারবে।

যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠানে ব্যবহৃত পিসি গুলোকেই বেশিরভাগ সময় টার্গেট করা হয় তাই এখন পর্যন্ত Windows 10 Enterprise এ এই ফিচারটি দেয়া হয়েছে।

আশা করা যায় মাইক্রোসফটের ফিচারটি উইন্ডোজ ব্যবহারকারীদের দারুণ একটি উপকার করতে যাচ্ছে। ব্যবসায় প্রতিষ্ঠান গুলো এর মাধ্যমে তাদের ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। আশা করা যায় মাইক্রোসফট খুব তাড়াতাড়ি সকল ইউজারের জন্যই এই ফিচার নিয়ে আসবে।

-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস