এবার Samsung ফোন, অফ লাইনে বা ইন্টারনেট কানেকশন না থাকলেও Find My Mobile অ্যাপের এর মাধ্যমে খুঁজে বের করা যাবে।
হটাৎ করে কোন ফোন হারিয়ে গেলে ইউজারকে পড়তে হবে বিপাকে আর সেটা যদি জরুরী মুহূর্তে হয় তাহলে তো কথাই নেই। বেশির ভাগ ফোন কোম্পানি গুলো অনলাইনে মোবাইল ট্র্যাক করার ব্যবস্থা রাখে। Samsung এর ব্যতিক্রম নয়, তারাও ফোন ট্র্যাক করার জন্য Find My Mobile ফিচার ব্যবহার করে।
গতানুগতিক ট্র্যাক গুলো শুধু মাত্র অনলাইনেই কাজ করতো কিন্তু Samsung তাদের Find My Mobile ফিচারকে আরও আপগ্রেড করেছে Offline Finding এর মাধ্যমে। এই ফিচারটি দেয়া হয়েছে যাতে ফোন অনলাইনে না থাকলেও খুঁজে বের করা যায়।
Looks like Samsung just added offline finding to Samsung's Find My Mobile.
Let's you track your phone even if it doesn't have WiFi or cellular by using other Galaxy users. pic.twitter.com/psLl1rcb4X
— Max Weinbach (@MaxWinebach) August 22, 2020
Offline Finding এর মাধ্যমে কাছাকাছি অন্য ফোন দিয়ে স্ক্যান করে খুঁজে বের করা যাবে Galaxy ফোন। একই সাথে খুঁজে বের করা যাবে Galaxy Watches এবং Earbuds।
তবে ইউজার ফোন খুঁজে পাবে কিনা সেটা নির্ভর করবে, ফোনটি কতটা দূরে আছে এবং ব্যাটারিতে চার্জ আছে কিনা, তার উপর।
ইউজাররা শুধু মাত্র Find My Mobile অ্যাপ আপডেট করলেই এই ফিচার পাবে না, তাদেরকে ফিচারটি এনেভল করতে হবে।
এনেভল করার পর ইউজার চাইলে তার অফলাইন লোকেশন এনক্রিপ্টও করে রাখতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।