Non-iOS ইউজাররা যা চায় তাই বাজারে নিয়ে এসেছে Fitbit।
সম্প্রতি Fitbit ঘোষণা দিয়েছে Sense এবং Versa 3 নামে দারুণ দুটি স্মার্ট-ওয়াচ এর। Sense এর দাম নির্ধারণ করা হয়েছে ৩২৯ ডলার এবং Versa 3 এর দাম ধরা হয়েছে ২২৯ ডলার। দারুণ হাই এন্ড দুটি স্মার্ট ওয়াচ আশা করা যায় Fitbit এর গ্রাহক আরও বাড়িয়ে দেবে।
সবচেয়ে বড় ঘোষণাটি এসেছে Fitbit Sense স্মার্ট-ওয়াচ থেকে, যা গতানুগতিক মডেল গুলো ফলো করে বানানো হয় নি। এই স্মার্ট-ওয়াচটি ইউজারের প্রত্যাশা পূরণের সকল ফিচারই নিয়ে এসেছে।
একজন ইউজার ৩২৯ ডলারের মধ্যে যে যে সুবিধা গুলো আশা করতে পারে সবই দিতে পারবে Fitbit Sense স্মার্ট-ওয়াচটি। এতে আছে GPS, ৬ দিনের ব্যাটারি ব্যাকআপ, আরও উন্নত Heart-rate Tracking, Google Assistant, Stress Management, Heart health, Skin Temperature Monitoring সহ আরও অনেক কিছু। সুতরাং স্মার্ট-ওয়াচ দিয়ে যা করা যায় সবই করা যাবে এটি দিয়ে।
বাজারে Fitbit Sense এসেছে Carbon/Graphite Stainless Steel এবং White/Soft Gold Stainless Steel কালারে। এটি এখন পর্যন্ত এক সাইজেই পাওয়া যাচ্ছে এটি।
অন্যদিকে Fitbit Versa 3 কে ডিজাইন করা হয়েছে আগের ভার্সন গুলোর চেয়ে আধুনিক ফিচার দিয়ে। যা ২২৯ ডলারের মধ্যে প্রত্যাশা অনুযায়ী ফিচার দিতে পারবে।
ব্যয়বহুল Fitbit Sense এর মতই এটিও ৬ দিনের ব্যাটারি লাইফ দিতে পারবে এবং সাথে থাকছে GPS, Google Assistant, Amazon Alexa। তবে এখানে রাখা হয় নি Fitbit Sense এর কিছু এডভান্সড ফিচার।
Fitbit Versa 2 এর তুলনায় এই ডিভাইসে দেয়া হয়েছে PurePulse 2.0 Heart-rate Monitoring।
যেহেতু আগের ভার্সন থেকে খুব বেশি পরিবর্তন নেই সুতরাং যাদের আগে Fitbit Versa 2 ছিল তাদের জন্য Fitbit Versa 3 বেস্ট হবে না। তবে ছাড়া এখনো Fitbit স্মার্ট ওয়াচ ব্যবহার করে নি তাদের জন্য সেরা হতে পারে ২২৯ ডলারের এই ডিভাইসটি।
স্মার্ট-ওয়াচ গুলো বাজারে আসবে ২৫ সেপ্টেম্বরের দিকে তবে এখন ইউজাররা চাইলে প্রি-অর্ডারও দিতে পারবে।
Apple, Samsung সহ আরও বেশ কিছু স্মার্ট ওয়াচ কোম্পানি থাকায় ইউজারদের জন্য নির্দিষ্ট কোন কোম্পানি বাছাই করা কঠিন হয়ে পড়ে। দাম এবং কার্যকারিতা বিবেচনায় বাকি সব গুলো ব্র্যান্ড থেকে স্মার্ট ওয়াচের জন্য বেশ দারুণ Fitbit। কোম্পানিটির সম্ভাবনা দেখে গুগল তাদের সাথে একটি পার্টনারশিপ নিয়েও কাজ করছে।
-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।