মাইক্রোসফট Xbox Insider এ Xbox One Dashboard এর আপডেট দিয়ে দিয়েছে।
সম্প্রতি মাইক্রোসফট পরিবর্তন এনেছে তাদের Xbox ড্যাশ-বোর্ডে। নতুন আপডেটে যোগ করা হয়েছে দারুণ কিছু ফিচার। এতে লোডিং টাইম কমানো হয়েছে এবং স্টোরে কার্ড ম্যানেজমেন্ট করা হয়েছে আরও সহজ। নতুন ড্যাশ-বোর্ডের নাম হবে Xbox One Dashboard।
তবে জানা যায় ড্যাশ-বোর্ড পুনর্নির্মাণ বা পরিবর্তনে মূল উদ্দেশ্য ছিল একে Xbox ইকো-সিস্টেমের মধ্যে নিয়ে আসা।
মাইক্রোসফট বর্তমানে চারটি গেমিং প্ল্যাটফর্ম পরিচালনা করছে যেমন নতুন রিলিজ হওয়া Xbox One Console, Xbox Series X, এর সাথে Windows 10 Gaming, এবং সম্প্রতি তারা এন্ড্রয়েডের জন্য চালু করেছে Project xCloud ।
এত গুলো প্ল্যাটফর্ম এক সাথে পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং একটা বিষয়। যেহেতু প্রতিটি প্ল্যাটফর্মের আলাদা কিছু বিষয় থাকে সুতরাং এটা এলোমেলো হবারও সম্ভাবনা থেকেই যায়।
সুতরাং নতুন আপডেট পর ইউজাররা একটি ধারণা পাবে ভবিষ্যতে Windows 10, Android, এবং Xbox Series X এর ড্যাসবোর্ড দেখতে কেমন হবে। এখন ইউজাররা যে সিস্টেমই ব্যবহার করুক Xbox One Dashboard এর মাধ্যমে একই অভিজ্ঞতা পাবে।
নতুন ড্যাশবোর্ডের মাধ্যমে মাল্টিপল ডিভাইসে সাইন আপও করা যাবে। যারা Xbox গেম গুলো একই সাথে খেলে তাদের এটি হেল্প-ফুল হবে Xbox One Dashboard।
বর্তমানে নতুন আপডেটটি শুধুমাত্র Xbox Insider ইউজাররাই ব্যবহার করতে পারছে তবে আশা করা যায় এ বছরের শেষ দিকে সকল ইউজাররাই এটি পেয়ে যাবে।
ড্যাশ-বোর্ড পুনর্নির্মাণের পাশাপাশি, মাল্টিপল ডিভাইসে সাইনইন এর সুবিধা দিয়ে মাইক্রোসফট Xbox One কে আধুনিক বিশ্বে প্রবেশ করিয়েছে, আশা করা যায় এর মাধ্যমে Xbox ইউজাররা গেমিং এর ক্ষেত্রে ভিন্ন এক অভিজ্ঞতা পাবে।
-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।