Facebook News চালু হতে যাচ্ছে Germany, France, India, Brazil, এবং UK এর মত দেশ গুলোতে।
গত জুন মাসে প্রথমবারের Facebook News মত যুক্তরাষ্ট্রে চালু করা হয়। পরবর্তীতে দেশ গুলোর মধ্যে Germany, France, India, Brazil, এবং UK এর মত দেশে এটি চালু করার পরিকল্পনা করছে ফেসবুক।
ইউজারদের পছন্দ, আগ্রহ, বিবেচনা করে সামঞ্জস্যপূর্ণ নিউজ সার্ভিস প্রদান করার জন্যই ফেসবুক, Facebook News নামে এই ফিচারে কাজ করে যাচ্ছে।
Facebook News এর মাধ্যমে বর্তমানে ইউজাররা হাজার হাজার নিউজ আউটলেট থেকে আপডেট নিউজ পড়তে পারছে। এখন পর্যন্ত এই ফিচারটি ব্যবহার করতে পারছে ইউজাররা।
জানা গেছে এই বছরের মধ্যে ফেসবুক তাদের এই ফিচার বিশ্বব্যাপী চালু করার পরিকল্পনা করছে। নিজেদের নিউজ প্রকাশ করায় ফেসবুক, নিউজ পাবলিশারদের নিয়মিত টাকা দিয়ে যাচ্ছে।
শুনা গেছে বিভিন্ন দেশে ফেসবুককে এই ফিচার চালু করার জন্য আইনি জটিলতায় ও পড়তে হচ্ছে। ফ্রান্সের মত কিছু দেশ এই ফিচারের বিরোধিতা করে ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে।
অতীতে ফেসবুকের বিরুদ্ধে ফেক নিউজ এবং ভুল ইনফরমেশন ছড়ানোর অভিযোগ থাকলেও, এখনো Facebook News নিয়ে এমন অভিযোগ পাওয়া যায় নি। আশা করা যায় ভবিষ্যতে এর গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।
-
টেকটিউনস টেকবুম - ১ সেপ্টেম্বর ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।