Google Maps এ যুক্ত হয়েছে Saved ট্যাব যার মাধ্যমে ইউজাররা সেভ করে রাখতে পারবে বিভিন্ন লোকেশন।
গুগল সম্প্রতি ঘোষণা দিয়েছে Google Maps এর নতুন ফিচার। যার মাধ্যমে ইউজাররা গুরুত্বপূর্ণ লোকেশন গুলো সেভ করে রাখতে পারবে এবং ভবিষ্যতে ভিজিট করতে পারবে।
বর্তমানে Google Maps এর ইউজার ইন্টারফেসটি আরও ক্লিন এবং ইউজার ফ্রেন্ডলি, যেখানে Saved নামে নতুন একটি ট্যাব যুক্ত করা হয়েছে। ইউজাররা যাতে কোন জায়গা ভুলে না যায় বা পরবর্তীতে সহজেই মনে করতে পারে এজন্যই গুগলের এই পদক্ষেপ।
একই সাথে ফিচারে যুক্ত করা হয়েছে Nearby Saved যার মাধ্যমে ইউজাররা কাছাকাছি লোকেশন গুলোও দেখতে পারবে।
অধিকাংশ সময় ইউজাররা দূরবর্তী জায়গা গুলো সঠিক ভাবে স্পট করতে পারে না। যেমন কারো পক্ষে ক্যালিফোর্নিয়ায় বসে ভিন্ন কোন দেশের নির্দিষ্ট লোকেশন স্পট করা কিছুটা কঠিন আর এই কাজটি সহজ করতেই এর এই Saved ফিচার।
Saved ট্যাবটি ব্যবহার করে ইউজাররা দেখতে পারবে কোন কোন লোকেশন গুলোতে অতিতে ভ্রমণ করেছিল।
অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে Google Maps আপডেট দিলেই এই ফিচারটি ব্যবহার করা যাবে। যদি আপডেট এর পরও ট্যাব টি না পাওয়া যায় তাহলে কিছু সময় অপেক্ষা করতে হবে।
বেশির ভাগ Google Maps ইউজার ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট পেয়ে গেলেও ধারণা করা যায় iOS এ আপডেটটি আসতে কিছুটা দেরি হতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।