ফেসবুক মোবাইল অ্যাপে চালু হচ্ছে Facebook Shop সেকশন

ফেসবুক তাদের মোবাইল অ্যাপে Facebook Shop নামে একটি সেকশন চালু করতে যাচ্ছে। জানা গেছে অনলাইন শপিং এ দুর্দান্ত অভিজ্ঞতা দিতেই ফেসবুক এই ধরনের পদক্ষেপ নিয়েছে। তারা একই ভাবে রিটেইলার এবং কাস্টমারদের জন্য এই শপিং ফিচার আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে।

মে মাস প্রথমবারের মত ফেসবুকে Facebook Shop নামে শপিং ফিচার চালু করা হয়। সম্প্রতি ফেসবুক তাদের এই ডেডিকেটেড ফিচারটি যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক ভাবে চালু করতে যাচ্ছে।

Instagram Shop মতই Facebook Shop এর উদ্দেশ্য হচ্ছে ইউজারদেরকে রিটেইলারদের পেজ থেকে বিভিন্ন প্রোডাক্ট ব্রাউজ করার সুযোগ দেয়া। এটি শুধু মাত্র কাস্টমারদেরই সুবিধা দেবে না একই সাথে রিটেইলারদের আয় বাড়াতেও সাহায্য করবে। জানা গেছে ফেসবুক, রিটেইলারদের জন্য নিয়ে আসবে আরও উন্নত ফিচার যার মাধ্যমে তারা পণ্য গুলো আরও সহজে তুলে ধরতে পারবে।

এই মুহূর্তে ইউজাররা সেলারদের সাথে Messenger, Instagram Direct, অথবা WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এর মাধ্যমে দেখা যায় ফেসবুক তাদের মেসেজিং সার্ভিস গুলো একীভূত করারও চেষ্টা করছে।

ফেসবুক আরও ঘোষণা দেয় তারা নতুন একটি ফিচার পরীক্ষা করছে, যাতে করে ফেসবুক লাইভের মধ্যেই কাস্টমাররা নির্দিষ্ট সেলারদের কাছ থেকে পণ্য কিনতে পারবে।

যেদেশ গুলোতে বর্তমানে ফিচার চালু করা হয়েছে সেই দেশের ইউজাররা ফেসবুক অ্যাপে প্রবেশ করে, উপরের ডান পাশের থ্রি বারে ক্লিক করে Shop এর অপশন দেখতে পাবে এবং Shop এ ক্লিক করে সহজেই বিভিন্ন পণ্য গুলো ব্রাউজ করতে পারবে।

পুরো বছর ধরে ফেসবুক তাদের Online Shopping অপশন গুলো আস্তে আস্তে বাড়িয়ে আসছিল। ধারনা করা যায় ডেডিকেটেড Shop সেকশন ফেসবুকের অনলাইন শপিং কে অন্য উচ্চতায় নিয়ে যাবে।

যদিও Facebook Shop এর পণ্য গুলো দেখতে হাই কোয়ালিটির মনে হয়েছে তবুও কেনার আগে অবশ্যই ইউজারদের সচেতন থাকতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস