ASUS আবার বাজারে ফিরেছে অ্যান্ড্রয়েড ফ্ল্যাগ-শিপ ফোন নিয়ে। ASUS এর নতুন ZenPhone 7 এবং ZenPhone 7 Pro ফোনগুলোতে দেয়া হয়েছে দারুণ কিছু Innovative ফিচার। Motorized ক্যামেরা সেটআপ ফোনগুলোকে বাজারের গতানুগতিক ফোন গুলো থেকে আলাদা করেছে।
সম্প্রতি ASUS তাদের নতুন ZenPhone 7 এবং ZenPhone 7 Pro ফোন গুলোর ঘোষণা দেয়। তারা বলছে ফোন গুলোতে Zenfone 6 এর মতই থাকবে ফ্লিপ ক্যামেরা।
প্রধান ফিচার যা ZenPhone 7 এবং ZenPhone 7 Pro ফোনকে স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়েছে সেটা হল Motorized Camera Module। ফোন গুলোর পেছনের তিনটি ক্যামেরা সেন্সর ফ্লিপ করে নিয়ে আসা যাবে সামনের দিকে এবং কোন ধরনের Pinhole অথবা Notch ছাড়াই তুলা যাবে সেলফি। আর মূল ক্যামেরা দিয়ে সেলফি তুলার সুযোগটি ইউজারকে দেবে হাই কোয়ালিটি সেলফি অভিজ্ঞতা।
ZenPhone 7 এর ল্যান্সটি বানানো হয়েছে একটি 64 মেগাপিক্সেল Wide-Angle Camera, একটি ১২ মেগাপিক্সেল Ultrawide Snapper এবং একটি ৮ মেগাপিক্সেল দিয়ে Telephoto Lens দিয়ে।
ZenPhone 6 থেকে নতুন ফোনগুলোতে ফ্লিপিং আরও উন্নত করা হয়েছে। যেখানে আগের জেনারেশনে ফ্লিপ রেট ছিল 100, 000 Flip সেখানে ZenPhone 7 এবং ZenPhone 7 Pro ফ্লিপ হ্যান্ডেল করতে পারে 200, 000 Flip। ASUS বলছে পাঁচ বছরে প্রতিদিন ১০০ বার করে ফ্লিপ করা যাবে ক্যামেরাটি।
ক্যামেরার বাইরেও ZenPhone 7 এর আছে, একটি 90Hz OLED Panel এবং 30W ফাস্ট চার্জিং এর সাথে 5000mAh ব্যাটারি ব্যাকআপ।
দুটি ফোনেরই ডিসপ্লে বড় রাখা হয়েছে, ফোন গুলোতে দেয়া হয়েছে 1080p রেজুলেশনের 6.67 inches ডিসপ্লে।
ZenPhone 7 এর Snapdragon 865 প্রসেসর এর সাথে থাকছে 128GB ইন্টারনাল মেমোরি এবং 6GB অথবা 8 GB RAM। অন্যদিকে ZenPhone 7 Pro এর থাকছে পাওয়ারফুল Snapdragon 865 Plus প্রসেসর এবং সাথে 8GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ।
ফোন গুলো বর্তমানে শুধুমাত্র তাইওয়ানে পাওয়া যাচ্ছে এবং সেপ্টেম্বরের দিকে ইউরোপীয় বাজার গুলোতে প্রবেশ করবে। যদিও ASUS এখনো চূড়ান্ত কোন দাম ঘোষণা করে নি তবে ZenPhone 7 তাইওয়ানের বিক্রি হচ্ছে প্রায় ৭৪৯ ডলারে এবং ZenPhone 7 Pro বিক্রি হচ্ছে ৯৫৩ ডলারে।
-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।