সম্প্রতি ফেসবুক তাদের Messenger Rooms এ আরও কাস্টমাইজেশন অপশন সহ যুক্ত করেছে নতুন ফিচার।
বর্তমান পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর চাহিদা বেড়ে যাওয়ায় ফেসবুক, Messenger Rooms নামে নতুন একটি সেবা চালু করে। আর এখন Messenger Rooms এ এসেছে দারুণ কিছু আপডেট এবং মনে করা হচ্ছে ফেসবুক প্রতিযোগিতা করতে চাচ্ছে Zoom এর সাথে।
ফেসবুক মে মাসে প্রথম বারের মত Messenger Rooms সার্ভিসটি নিয়ে আসে যার মাধ্যমে ৫০ জনের বেশি পার্টিসিপ্যান্ট গ্রুপ ভিডিও কলে যুক্ত হতে পারে।
পূর্বে মেসেঞ্জারের মধ্যমে Messenger Rooms এ এক্সেস নেয়া গেলেও নতুন এই আপডেটের মাধ্যমে মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করে Room গুলো আরও ভাল করে ম্যানেজ করা যাবে। ইউজাররা চাইলে Chats ট্যাব থেকেই নতুন Room তৈরি করতে পারবে এবং অন্যান্য Room গুলো দেখতে পারবে।
এই আপডেটের পর ইউজাররা তাদের Room গুলো আরও এডভান্সড ফিচারের মাধ্যমে এডিট করতে পারবে। গ্রুপ কল শিডিউল করার পাশাপাশি ইউজাররা নির্ধারণ করে দিতে পারবে তাদের কোন বন্ধুরা ইনভাইটেশন পাঠাতে পারবে।
ইউজাররা চাইলে কলের জন্য একটি Room এক্টিভিটিও এসাইন করে দিতে পারবে। Room এ "Coffee Chat" এবং "Study Break" সহ আরও কিছু এক্টিভিটি থাকে, চাইলে কাস্টম এক্টিভিটিও তৈরি করা যায়।
যে সমস্ত ইউজাররা Zoom এর ফানি ফিচার গুলো ব্যবহার করছে তারা এই সমস্ত ফিচার পাবে Messenger Rooms এ। যেমন এখানে ভার্চ্যুয়াল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে।
আগে থেকে Messenger Rooms এর মধ্যে বিভিন্ন AR ইফেক্ট ছিল যেমন, 360-degree Background, Lighting Filters, তবে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে চ্যাটকে ভিন্ন ভাবে কাস্টমাইজড করা যাবে। ভিডিও কনফারেন্সিং কে আরও চমৎকার করতে ইউজাররা ভিডিও ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারবে ফটো এবং ভিডিও।
যেহেতু Messenger Rooms এ কাস্টমাইজড ব্যাকগ্রাউন্ড ফিচার যুক্ত হয়েছে সুতরাং ধারণা করা যায় ফেসবুক, Zoom এর সাথে প্রতিযোগিতা করতে চাচ্ছে। যেহেতু Zoom এর সিকিউরিটি ইস্যু আছে সেই তুলনায় এগিয়ে যেতে পারে Messenger Rooms।
-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।