পদত্যাগ করেছেন TikTok এর CEO, Kevin Mayer

যুক্তরাষ্ট্রে TikTok ব্যান করার সময় বেধে দেয়ার এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন কোম্পানিটির CEO, Kevin Mayer।

সম্প্রতি জানা গেছে TikTok এবং ট্রাম্প প্রশাসনের মধ্যে আইনি লড়াইয়ের মাঝামাঝি সময় পদত্যাগ করেছেন Kevin Mayer।

বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে TikTok এর গ্রহণযোগ্যতা নিয়ে উঠছিল না প্রশ্ন। যুক্তরাষ্ট্রের আইন-প্রয়োগকারীরা বারবার সতর্ক করছিল যে অ্যাপটি তাদের দেশের জাতীয় সুরক্ষার জন্য হুমকি এবং চীনা মালিকানাধীন হওয়ায় TikTok যুক্তরাষ্ট্রের তথ্য বাইরে পাচার করতে পারে, ইত্যাদি। ট্রাম্প নিজেও কয়েকবার TikTok ব্যানের হুমকি দেয় এবং তার নির্বাচনী প্রচারণায় ব্যবহারে দেশের জনগণকে সচেতন করে।

সর্বশেষ TikTok যুক্তরাষ্ট্রে তার ব্যান ঠেকাতে সিদ্ধান্ত নেয় এটি কোন মার্কিন কোম্পানির কাছে বিক্রি করে দেবে। ট্রাম্পও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়, তিনি জানায় এই সময়ের মধ্যে TikTok তার মালিকানা যুক্তরাষ্ট্রের কোন কোম্পানির কাছে বিক্রি না করলে অ্যাপটি ব্যান করা হবে। জানা গেছে মাইক্রোসফট এবং Oracle ইতিমধ্যে TikTok এর মালিকানা কিনতে আলোচনাও করছে।

ট্রাম্পের এই ধরনের সময় বেধে দেয়ায় প্রশাসনের বিরুদ্ধে মামলাও করেছে TikTok। কোম্পানিটি অভিযোগ করে এই ধরনের আদেশ যথাযথ প্রক্রিয়ার বিরোধী।

জানা গেছে এই সমস্ত আইনি প্রক্রিয়া Kevin Mayer কে পদত্যাগ করতে উৎসাহিত করেছে।

পদত্যাগের পর কোম্পানিটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়েছেন Vanessa Pappas। Vanessa Pappas আগে TikTok এর জেনারেল ম্যানেজার হিসাবে কাজ করতো।

পদ থেকে সরে যাওয়ার পরেও Kevin Mayer বিশ্বাস করেন সম্ভাব্য কাঠামোগত পরিবর্তন গুলো TikTok এর কয়েক মিলিয়ন ব্যবহার কারীর উপর প্রভাব ফেলবে না।

তবে ব্যবহারকারীদের আস্থা ফিরে পেতে TikTok কে প্রমাণ করতে হবে তারা জাতীয় সুরক্ষার ক্ষেত্রে হুমকি নয়।

-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস