যারা ফ্রি গেম পছন্দ করে এবং Xbox এর গেমগুলো সম্পর্কে ধারণা আছে তারা সবাই জানে প্রতি মাসে Xbox Live Gold সাবস্ক্রাইবাররা কিছু গেম ফ্রি পায়। তারই ধারাবাহিকতায় মাইক্রোসফট প্রকাশ করেছে তাদের সেপ্টেম্বরের গেম গুলো।
মাইক্রোসফট সম্প্রতি তাদের সেপ্টেম্বরের গেম গুলো ইউটিউবের পাশাপাশি তাদের Xbox Wire এ ঘোষণা করেছে।
প্রথম গেমটি হচ্ছে The Division যা এভেইলেবল থাকবে সেপ্টেম্বর ১-৩০ পর্যন্ত। একটি শুটার গেম যাতে ইউজাররা নিউইয়র্ক সিটিতে ফাইট করবে।
দ্বিতীয় গেমটি হল Unwritten Tales 2, এভেইলেবল থাকবে সেপ্টেম্বর ১৫ থেকে অক্টোবর ১৫ পর্যন্ত। যা একটি গেম।
পরবর্তীতে আছে Blob 2, এভেইলেবল থাকবে সেপ্টেম্বর ১-১৫ পর্যন্ত। এটি একটি কালার Puzzle গেম।
সর্বশেষ গেমটির নাম হচ্ছে Armed and Dangerous, যা আপনি পাবেন সেপ্টেম্বর ১৬ থেকে ৩০ পর্যন্ত। এটিও একটি শুটার গেম।
এই গেম গুলো খেলতে হলে অবশ্যই ইউজারের Xbox One console থাকতে হবে কারণ পিসিতে গেম গুলো খেলা যাবে না। একই সাথে লাগবে Xbox Live Gold Subscription অথবা Xbox Game Pass থাকতে হবে।
সবকিছু রেডি থাকলে যেকোনো ইউজার, Xbox Dashboard থেকে Gold সেকশনে গিয়ে ফ্রিতে গেম গুলো ডাউনলোড এবং খেলতে পারবে।
-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।