Google Assistant এ এসেছে দারুণ আপডেট

স্মার্ট-ফোন গুলোতে আধুনিক ফিচার গুলোর মধ্যে অন্যতম হচ্ছে Digital Assistant। বর্তমানে অন্যতম দুটি Digital Assistant হচ্ছে Google Assistant এবং Sirii। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গুগল তাদের  Digital Assistant এ যুক্ত করছে আরও দারুণ সব ফিচার।

সম্প্রতি গুগল, The Keyword ব্লগে Assistant Snapshot ফিচারের নতুন আপডেট ঘোষণা করেছে। নতুন আপডেটটি Google Assistant কে করেছে আরও হেল্প-ফুল এবং কার্যকর।

আগে থেকেই যথেষ্ট উপকারী ছিল Snapshot ফিচারটি যেমন এটি মনে করিয়ে দিত ক্রেডিট কার্ড বিলের তারিখ এবং যাতায়াতের সময়।

নতুন আপডেটে গুগল এখানে যুক্ত করেছে অতিরিক্ত কিছু সুবিধা। ইউজাররা এখন পাবে তাদের বন্ধুদের আপকামিং বার্থডে নোটিফিকেশন, হলিডে নোটিফিকেশন ইত্যাদি। চাইলে নোটিফিকেশন গুলোর সময় ও নির্ধারণ করে দেয়া যাবে যাতে করে একটি নির্দিষ্ট এই রিমাইন্ডার গুলো আসবে।

Assistant Snapshot এর মাধ্যমে ইউজাররা কাছাকাছি কোন রেস্টুরেন্ট ইত্যাদির রিকোমেন্ডেশনও পাবে। এমনকি এই আপডেটে ব্যবহারকারী পেতে পারেন রেসিপি রিকোমেন্ডেশনও।

দারুণ ফিচার গুলো ব্যবহার করতে ইউজারকে বলতে হবে,  "Hey Google, show me my day"। সাথে সাথে প্রয়োজনীয় সকল সার্ভিস একটিভেট হতে থাকবে।

ভাষা হিসাবে এখনো ইংরেজি ডিফল্ট থাকলেও আশা করা যায় সামনে অন্য ভাষাও যুক্ত করা হবে।

তবে জানা গেছে নতুন ফিচার এড করলে আগের ইনফরমেশন গুলো চলে যাবে না, নতুন এই Google Assistant ও আগের মত বিভিন্ন বিল গুলোর সময় মনে করিতে দেবে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস