বর্তমানে ভিডিও কলের গুরুত্ব অনুধাবন করে এবার গুগল ভিডিও কনফারেন্সিং নিয়ে এসেছে বড় স্ক্রিনে।
সম্প্রতি গুগল, The Keyword এ ঘোষণা দিয়েছে, Google Meet এ সাপোর্ট করবে Cast এবং Google Duo কাজ করবে অ্যান্ড্রয়েড টিভিতে, যার মাধ্যমে ইউজাররা টিভিতেই করতে মিটিং এবং ভিডিও কনফারেন্সিং।
এখন Google Meet, কাজ করবে Cast সাপোর্ট করা ডিভাইস গুলোতে। তারমানে ইউজাররা ভিটিও কনফারেন্সিং করতে পারবে Chromecast, Chromecast বিল্ড-ইন টিভি এবং Nest displays ব্যবহার করে। ফিচারটি ব্যবহার করতে ইউজারের একটি ক্রোম একাউন্ট লাগবে। একই সাথে নিশ্চিত হতে হবে ক্রোম এবং Chromecast ডিভাইস গুলো ল্যাটেস্ট ভার্সন দ্বারা আপডেট হয়েছে কিনা।
যদি কারো কোন Cast সাপোর্ট ডিভাইস না থাকে তাহলে Android TV দিয়েও ব্যবহারকারী এই সুবিধা নিতে পারবে।
গুগল, Android TV এর জন্য Google Duo এর বেটা ভার্সন ঘোষণা করেছে। সার্ভিসটি ব্যক্তিগত কলের জন্য হলেও খুব সহজেই গ্রুপ মিটিংও করা যাবে।
Google Duo টিভির বিল্ড-ইন ক্যামেরার সাথে কাজ করে। যদি কারো টিভিতে ক্যামেরা না থাকে তাহলে USB ক্যামেরাও ব্যবহার করা যাবে।
নতুন এই আপডেটে Google Duo এবং Meet, Nest Hub Max এর সাথেও কাজ করবে।
গুগল তাদের Meet আরও কার্যকর করতে নিজস্ব হার্ডওয়্যার এর ঘোষণা দিয়েছে। তাদের Google Meet Hardware এর মাধ্যমে কোম্পানি গুলো তাদের প্রয়োজনীয় হার্ডওয়্যার সংগ্রহ করতে পারবে। কোম্পানি ৫০০০ ডলার থেকে ১৫০০ ডলারের মধ্যে তাদের হার্ডওয়্যার প্যাকেজ নির্ধারণ করেছে।
একজন ইউজারের কছে ভিডিও কনফারেন্সিং ভাল লাগুক আর মন্দ লাগুক, এটা বর্তমানে এটি জরুরী একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর বিভিন্ন ডিভাইসে সার্ভিসটি এভেইলেবল করার মাধ্যমে গুগল বিষয়টিকে আরও সহজ করে তুলার চেষ্টা করছে।
-
টেকটিউনস টেকবুম - ৩১ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।