আপনি যদি পিসির লো স্টোরেজ নিয়ে চিন্তিত থাকেন তাহলে মাইক্রোসফট আপনার জন্য নিয়ে আসছে দারুণ সুখবর। গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট না করে আপনি অপ্রয়োজনীয় অ্যাপ গুলো Archive করেই ফ্রি করতে পারবেন আপনার স্টোরেজ।
সম্প্রতি Windows 10 Preview Build 20201 ভার্সনে দারুণ এই ফিচারটি পেয়ে একটি টুইট করেছে @cadenzza ইউজার নেমের একটি টুইটার একাউন্ট।
— Mario (@cadenzza_) August 26, 2020
যদিও মাইক্রোসফট অফিসিয়াল ভাবে এখনো এই ফিচার সম্পর্কে ঘোষণা দেয় নি তবুও টুইট টি থেকে এই ফিচার সম্পর্কে ভাল একটি ধারণা পাওয়া যায়।
ধারনা করা যায় ইউজাররা যে অ্যাপ গুলো ব্যবহার করে না সেগুলো Archive হয়ে যাবে এবং ইউজারদের ডেটা বাঁচাবে। যখন কোন অ্যাপ পুনরায় কেউ ব্যবহার করতে চাইবে সেটা আবার পুনরায় ডাউনলোড হবে।
তবে গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট না করে প্রোগ্রাম Archive হয়ে যাওয়া নতুন কিছু নয়। iOS ইউজাররা এই ফিচার আগেই ব্যবহার করছে।
তবে iOS এবং মাইক্রোসফট এর মধ্যে পার্থক্য হচ্ছে, মাইক্রোসফট ইউজারের কোন নির্দেশনা ছাড়াই স্বয়ংক্রিয় ভাবে ব্যবহারের উপর ভিত্তি করে অ্যাপ গুলো Archive করে। কেউ যদি ফিচারটি অন করে দেয় তাহলে মাইক্রোসফট, নির্দিষ্ট অ্যাপ গুলো ব্যবহারের ভিত্তিতে সেগুলোকে Archive করে ফেলে।
তবে আশা করা যায়, যেহেতু এখনো ফিচারটি রিলিজ দেয়া হয় নি সুতরাং মাইক্রোসফট প্রোগ্রাম Archive করার ক্ষেত্রে ফিচারটিতে ইউজারের যথেষ্ট নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখবে।
-
টেকটিউনস টেকবুম - ৩০ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।