মাত্র ২০০ ডলারে আসছে OnePlus এর সেরা কনফিগারেশন ফোন

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

গুজব শুনা যাচ্ছে মাত্র ২০০ ডলারে আসছে বিশাল ব্যাটারির OnePlus ফোন। ফোনটির নাম হবে OnePlus Clover এবং দেয়া হবে Snapdragon 460 Chip।

যেহেতু এই সময় গ্রাহকরা হাই-এন্ড ফোন গুলোর দিকে বেশি আগ্রহ প্রকাশ করে সুতরাং OnePlus এর মত কোম্পানি যখন মাত্র ২০০ ডলারে দারুণ ফোন বাজারে আনার গুজব ছড়ায়, সেটা আসলেই এড়িয়ে যাওয়া কঠিন।

Android Central এর রিপোর্ট অনুযায়ী ২০০ ডলারে OnePlus Clover নামক ফোন নিয়ে কাজ করছে OnePlus। যার ডিজাইন বা ফিচার দেখে মনে হয় এই দামের দুর্দান্ত একটি ফোন হতে চলেছে এটি। যিনি এর আগে OnePlus Nord এর তথ্য লিক করেছিল তিনিই নতুন এই তথ্য গুলো দেন।

জানা গেছে ফোনটিতে থাকবে 1560 x 720 Resolution সহ একটি 6.52-inch IPS LCD Display। সর্বোচ্চ রেজুলেশন না হলেও এই দামের মধ্যে এত বড় ডিসপ্লে, আশা করা যায় গ্রাহকদের আগ্রহ বাড়িয়ে দেবে। জানা গেছে ফোনটিতে দেয়া হবে Snapdragon 460, যাতে আরও থাকবে 4GB RAM এবং 64GB ইন্টারনাল মেমোরি। ফোনটিতে MicroSD Slot ও যুক্ত করা হয়েছে।

Clover এর চমক রয়েছে ক্যামেরা সেকশনে। গুজব আছে পেছনের তিনটি ক্যামেরার মধ্যে থাকবে ২টি ২ মেগাপিক্সেল এর ল্যান্স এবং একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। যা এই দামে প্রত্যাশার চেয়ে অনেক কিছু।

যে কারণে ফোনটি বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে এর 18W ফাস্ট চার্জিং এর সাথে 6, 000mAh ব্যাটারি। বলা হচ্ছে কম রেজুলেশন এর স্ক্রিন এবং অন্যান্য কনফিগারেশনের কারণে ফোনটির চার্জ খুব সহজেই দুই দিনের বেশি চলে যাবে।

যেখানে মডার্ন সব ফোন গুলো থেকে হ্যাডফোন পোর্ট সরিয়ে ফেলা হচ্ছে সেখানে ফোনটিতে থাকবে 3.5 মিনি হ্যাডফোন পোর্ট, যা ইউজারদের কাছে দারুণ লাগবে বলে আশা করা হচ্ছে।

OnePlus ইউজাররা এই ফোনটির প্রতি কেমন আগ্রহ প্রকাশ করবে? এই প্রশ্নে বলা যায়, যেখানে ১০০০ ডলারের ফোনে এই ফিচার গুলো পাওয়া যায় সেখানে মাত্র ২০০ ডলারে সেগুলো পাওয়া সত্যিই দারুণ। আর 6, 000mAh ব্যাটারির জন্য ফোনটি এড়িয়ে যাওয়া ইউজারদের কাছে মোটামুটি একটু কঠিনই হবে।

-
টেকটিউনস টেকবুম - ৩০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 488 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টাকা দিয়েই যখন কিনবো, ওয়ানপ্লাসই নিবো।