কিভাবে ইংরেজি ভাষা শিখবেন খুব সহজে ১০০ কার্যকরী

ইংরেজি শেখার গুরুত্ব

অামরা সবাই জানি একমাত্র আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি। (যদিও বিশ্বে আরো অনেক জনপ্রিয় এবং বহুল ব্যকহৃত ভাষা রয়েছে)

তাও বিশ্বের যেকোন প্রান্তের মানষের সাথে কথা বলতে হলে আপনাকে ইংলিশ জানতে হবে।

বিশেষ করে উন্নত বিশ্বে দেশগুলোতে তাদের মাতৃভাষাই ইংলিশ যেমন:- আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ইত্যাদি।

এসব দেশের কোন মানুষের সাথে যখন কথা বলার প্রয়োজন হবে তখন অবশ্যই ইংরেজি জানা প্রয়োজন হবে।

না হলে তাদের সাথে কথা বলা সম্ভব হবে না।

এতে আমাদের মত স্লপ উন্নত দেশগুলো তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না।

শুধু তাদের সাথেই না বিশ্বের কোন দেশের মানুষের সাথেই যোগাযোগ করা সম্ভব হবে না।

এতক্ষণে নিশ্চই বুঝে গেছেন ইংরেজি শিখার গুরুত্ব কতটুকু।

আর অাপনি যেহুত টাইটেল দেখেই এই টিউনি পড়ার জন্য অাগ্রহ প্রকাশ করেছেন তাহলে আমি আশা করি আপনারা ইংরেজি শেখার সম্পূর্ণ গুরুত্ব বেশ ভালোভাবে জেনে বুঝেই টিউনি পড়ার জন্য এসেছেন।

কিছু গুরুত্বপূর্ণ কথা

প্রথমেই কিছু কথা বলে নেই ইংলিশ যেহুত আমাদের মাতৃভাষা নয় অন্যের ভাষা তাই অন্যের ভাষা শেখার জন্য আপনাকে নিশ্চই কিছুটা পরিশ্রম করতে হবে। সারা দিন রাত লেগে থাকার কথা বলছি না দিনে সামান্য কিছু সময় দিলেই হবে।

যেহুতে এটা অন্যের ভাষা তাই ব্যাপারটা একটা নির্দিষ্ট সময় ধরে চর্চার মাধ্যমে আয়েত্তে নিয়ে আসতে হবে।

সেঠা হতে পারে ৬মাস কিংবা এর ও বেশি।

কিভাবে গুগলের সার্স পেইজে প্রতি পৃষ্ঠায় ১০০ ফলাফল শো করাবেন তা জানতে এখানে ক্লিক করুন!

অনেকে হয়ত এখনি ভেবে বসেছেন এত সময় কিভাবে, আগেই বলেছি এটা একটা ভাষা। অার কোন ভাষা অবশ্যই চর্চার মাধ্যমেই শিখতে হয়।

যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি এত সময় ধরে শিখতে পারবেন না তাহলে আপনার জন্য আর সামনে না আগানই  ভালো।

আমি কোন কিছুতেই শটকার্ট  পছন্দ করি না। অবশ্যই আপনাকে সময় ও ধৈর্য্য নিয়ে আসতে আসতে পরিপূর্ণভাবে বেশ ভালোভাবে শিখতে হবে।

আমি আমার সাইটে যাই শিখাবো তা সবই সময় নিয়ে আসতে আসতে পরিপূর্ণভাবে শিখতে পারবেন তার জন্য অবশ্যই ধৈর্য্যশীল হতে হবে।

আমি অপনাকে কথা দিচ্ছি আপনি যদি আমার এই টিউনি মনোযোগ দিয়ে পড়েন এবং আমার কথানুযায়ী কাজ করেন আপনি খুবই ভালোভাবে ইরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ।

বাকিটা আপনার উপর আপনার পরিশ্রম আর অধ্যাবসয় এর উপর নির্ভর করবে।

তাহলে আজকে আমি আপানাকে বলবো কিভাবে আপনি আপনার ইংরেজির দক্ষতা বাড়াবেন এবং খুবই অল্প সময়েই হয়ে যেতে পারবেন ইংরেজিতে মাস্টার।

তাই একটু কষ্ট করে হলেও পুরো টিউনি খুব মনোযোগ দিয়ে পড়বেন।
কিভাবে ইংরেজি শিখবো
যাদের মাতৃভষা ইংলিশ তাদেরকে আর অলাদাভাবে ইংরেজি শেখানোর প্রয়োজন হয় না তারা এমনিতেই খুবই ভালোভাবে ইংরেজি শিখে যায় ও কথা বলতে পারে।

কিন্তু আমাদের দেশের মত যাদের মতৃভাষা বাংলা (কিংবা অন্য কিছু) তাদেরকে অবশ্যই কিছুটা নিয়ম মেনে আলাদাভাবে ইংরেজি শিখে নিতে হয়।

তাই আমাদের দেশের পাঠ্য বইয়ের সাথে ইংরেজি বিষয়ের উপর ও একটি বই দেওয়া হয়।

কিন্তু আমাদের সেই বই পড়ে আমরা ‍শুধূ ইংরেজি ব্যকরণই শিখতে পারি আসল উদ্দেশ্য যেটা সেই ভাষা আর শিখা হয় না।

তাই আমি আপনাদেরকে খুবই সহজ কিছু উপায় বলবো যা অনুসরণ করলে আপনারা যেমন ভাষা শিখতে পারবেন তেমন সাথে ব্যাকরণ ও জেনে যাবেন।

মনে রাখবেন ভাষা জানলে ব্যাকরণ যানা খুব বেশি সময় লাগে না।

আর অমাদের দেশের পড়ানো হয় উল্টটা যে ব্যাকরণ এর নিয়ম জানলে ভাষার কোন ব্যপার না।

তাহলে আমি তাদেরকে বলবো একটা মানুষ ১০ বছর ইংলিশ ব্যাকরণের নিয়ম পড়ে যতটুকু না ইংরেজিতে পারদর্শি হতে পারবে মাত্র দুই বছর কোন ইংরেজ লোকের সাথে থাকলে তারচেয়ে অনেকগুন বেশি ইংরেজি বলতে পারবে। এর জন্য তাকে একটি ব্যকরণের নিয়ম ও জানতে হবে না।

অাশা করি বুজতে পেরেছেন যে ব্যাকরণের নিয়ম জানার চেয়ে ভাষা জানাটাই আসল উদ্দেশ্য।

নিয়ম না জেনেও ভাষা জানা যায় কিন্তু নিয়ম জেনেও অনেক সময় ভাষা জানা সম্ভব হয় না।

তাই ব্যকরণের নিয়ম জানার আগে সেই ভাষার শব্দার্থ জেনে নিয়ে সেই ভাষা চর্চা করা বেশি উত্তম।

আপনি যদি একটা ভাষার ৫০-৭০% শব্দার্থ জেনে নিতে পারেন তারপর যদি ব্যকরনের নিয়ম একবার একটু চোখ বুলিয়ে নেন তাহলেই দেখবেন আপনি অল্প সময়ের মধ্যেই সেই ভাষায় পারদর্শি হয়ে যাবেন।

এর জন্য আপনাকে প্রচুর শব্দার্থ জানতে হবে।

আমরা যেহুত ইংরেজি ভাষা শিখবো তাই ইংরেজি ভাষার অনেক শব্দার্থ জানতে হবে।

কিভাবে শব্দার্থ জানবো

শব্দার্থ জানার জন্য অনেক উপায় রয়েছে যেমন ইংলিশ টু বাংলা ডিকশোনার কিংবা পাঠ্য বইয়ের বিভিন্ন আর্টিকেল থেকে ও শব্দার্থ জানা যায়।

কিন্তু এই সব গুলো বিষয়ই খুব বিরক্তকর এগুলো করতে বা পড়তে কারোই ভালো লাগে না যার ফলে আমরা ইংরেজি শেখার আগ্রহ প্রথমেই হারিয়ে ফেলি।

২০২০ সালে বিশ্বে ঘটে যাওয়া বড় বড় হ্যাকিং এর কিছু তথ্য জানতে এখানে ক্লিক করুন! 

তাই এই ব্যাপার গুলোতে আনন্দ নিয়ে আসতে হবে যাতে একই সাথে আনন্দ ও পাওয়া যায় এবং সাথে শেখাও হয়।

তাই এমনি একটি আনন্দময় উপায় আমি আপনাকে বলবো।

এর জন্য সবার প্রথমে আপনাকে আপনার পছন্দের একটি বিষয় নিধারণ করতে হবে যেটি পড়তে বা শুনতে আপনার ভালোলাগে বা আপনার একটু ও বিরক্ত লাগে না। (যেমন: খেলার খবর, বিনোদন, মেগাজিন, গল্প ইত্যাদি)

এখান থেকে যে কোন ‍একটি কিংবা  আপনার অন্য কোনো পছন্দের টপিক থাকলে সেটা কে বেছে নিন।

তারপর সেই বিষয়টা লিখে গুগলে  সার্চ দিন।
কিভাবে ইংরেজি ভাষা শিখবেন খুব সহজে ১০০% কার্যকরী

Caption: “আমি ক্রিকেট পছন্দ করি তাই ক্রিকেট নিয়ে সার্চ করেছি”

এভাবে যদি না পারেন তাহলে বিভিন্ন ইংলিশ নিউজপেপার রযেছে যেমন:- The Daily star,  BBC 

এসব অনলাইন নিউজপেপার এ ভিজিট করেও আপনার পছন্দ মত একটি বিষয় আপনি বেছে নিতে পারেন।

বিষয় বাছা হয়ে গেলে সেই বিষয়ে নিয়মিত আপডেট আর্টিকেল গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আসতে আসতে সেই আর্টিকেল গুলো পড়ার চেষ্টা করতে হবে।

ব্লগিং করার আগে মাথায় যেই বিষয় গুলো থাকতে হবে তা জানতে এখানে ক্লিক করুন! 

একটু চেষ্টা করলে দেখবেন আপনি অনেক ভালোই পারতেছেন।

পড়ে পড়ে লাইন গুলোর অর্থ  বুজার চেষ্টা করুন।

পড়ার সময় দেখবেন আপনার সামনে অনেক নতুন  নতুন শব্দ চলে আসবে।

এখন কথা হলো এই শব্দ গুলো জানলেই হবে না সাথে শব্দ গুলোর অর্থও জানতে হবে।

তাহলে কিভাবে জানবেন এই অজানা শব্দের অর্থ গুলো।

অনেকে হয়তো বা ভেবেই ফেলেছেন ডিকশনারী আছে তো কিন্তু ডিকশনারী থেকে কয়টা অর্থ আপনার জানতে ইচ্ছে হবে।

৪-৫ জানার পর আর ভালো লাগবে না।

তাই আরো অনেক সহজ উপায় বেছে নিতে হবে।

যাতে কোনোভাবেই বিরক্ত চলে না আসে।

তাই আমি এই কথাটাকে মাথায় রেখেই খুব সহজে কিভাবে এই অর্থগুলো জানতে পারবেন তার একটি সহজ উপায় নিয়ে এসেছি।

আপনি যদি নিচের লেখা গুলো অনুসরণ করেন তাহলেই তা জানতে পারবেন।
কিভাবে ইংরেজি ভাষা শিখবেন খুব সহজে ১০০% কার্যকরী

Caption: CHROME EXTENSION

সবার প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে। তারপর দেখবেন তাদের একটি CHROME EXTENSION রয়েছে।

সেটি আপনি আপনার কম্পিউটারের গুগলক্রোম ব্রাউজারে ইনিস্টল করে নিন।

 
কিভাবে ইংলিশ শিখবো

Caption: BDWord এর Extasion টি ইনিস্টল হয়েছে কিনা

 

 

ইনিস্টল হয়েছে কিনা সেটা বুজার জন্য আপনার ব্রাউজারের উপরের দিকে তাকালে পাশের ছবির মত দেখতে পাবেন। না হলে। আবার চেষ্টা করে দেখবেন।

যদি ঠিক ঠাক মত আপনার ব্রাউজারে BDWord এর extision টি সফলভাবে ইনিস্টল করতে পারেন তাহলে আপনি এখন খুব সহজেই যেকোন ইংরেজি শব্দের অর্থ জানতে পারবেন।

আপনার আর্টিকেল পড়ার সময় যে যে শব্দগুলো আপনি না জানবেন সেই শব্দগুলোর উপর ডাবল ক্লিক করলেই তার বাংলা অর্থ দেখতে পাবেন।

নিচে একটি উদাহরণ দেওয়া হলো।
কিভাবে ইংরেজি ভাষা শিখবেন খুব সহজে ১০০% কার্যকরী

Caption: ডাবল ক্লিক করার পর সেটির বাংলা অর্থ দেখাচ্ছে

এভাবে যে যে শব্দগুলো আপনি জানেন না তার অর্থগুলো আপনি খুব সহজেই জেনে নিতে পারেন।

এবং সর্ম্পূণ অর্থ জেনে আপনি অার্টিকেল পড়তে পারবেন।

এর ফলে আপনি সব ইংরেজি বাক্যের অর্থ বুজতে পারবেন যার জন্য সেই আর্টিকেলটি পড়তে আপনার আর বিরক্ত লাগবে না।

কারণ আপনি যে আর্টিকেল গুলো পড়বেন ইতিমধ্যেই সেই গুলো আপনার পছন্দের বিষয় তাই যখন আপনি সেই গুলোর অর্থ বুজতে পারবেন তখন আপনার কাছে সে গুলো ভালো লাগতে থাকবে।

সাথে আপনি অনেক ইংরেজি শিখে ফেলতে পারবেন।

এবং এটা অনেকদিন পর্যন্ত করতে থাকুন। কম করে ৬মাস করতে থাকুন, একদিন ও মিস করবেন না।

তারপর পার্থক্যটা নিজেই মিলিয়ে নিয়েন।

আরো ভালো করার জন্য বেশি বেশি ইংলিশ পরিবেশে থাকতে পারেন।

যেমন ইংলিশ মুভি দেখতে পারেন। টিভিতে নানা রকম ইংলিশ অনুষ্ঠান দেখতে পারেন।

তাহলে দেখবেন আপনার ইংলিশ দক্ষতা দ্বিগুণ বেড়ে যাবে।

এবং সাথে আপনার ইংলিশ শেখার গতি ও বেড়ে যাবে ইনশাল্লাহ।

আশা করি যারা যারা এই টিউনি সর্ম্পূণ মনোযোগ দিয়ে পড়েছে তারা সবাই অনেক তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে এবং অন্য সবার থেকে এগিয়ে থাকবে

Level 3

আমি টেক লাভার। , lessonery.com, Mathbaria। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি একজন টেকটিউনার। টেক সব কিছুই আমার ভালো লাগে। টেক বিষয় বস্তু আমি মানুষের মাঝে আদান-প্রদান করতে খুব বেশি কম্ফোর্টেবল ফিল করি। পার্সোনালি আমি নিজেও ব্লগিং করি এবং আমার ব্লগ সাইটে অনেক আর্টিকেল হয়েছে। eduqw.com (এডুকিউ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস