সিঙ্গাপুরে ভ্রমণ উন্মুক্ত করার পর, ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য তাদের হাতে পরিয়ে দেয়া হবে ইলেকট্রনিক ট্র্যাকার।
করোনা ভাইরাসের প্রকোপ কমাতে, দেশটির নাগরিক এবং ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ট্র্যাকার গুলো কাজ করবে বলে জানা গেছে।
কোয়ারেন্টাইন নিশ্চিত এর এই ডিভাইসটি ইতিমধ্যে হংকং এবং সাউথ কোরিয়াতেও ব্যবহার করা হয়েছে।
বাসায় কোয়ারেন্টাইনে রাখার পর ভ্রমণকারীদের এই ডিভাইসটি একটিভ করে দেয়া হবে যা GPS এবং Bluetooth এর মাধ্যমে কাজ করবে। যদি কেউ এই সময় বাইরে বের হতে চায় বা ডিভাইসটিতে কোন রকম হস্তক্ষেপ করতে চায় তাহলে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের কাছে তথ্য চলে যাবে।
হংকং, মার্চ মাসে আগত যাত্রীদের জন্য পাতলা ইলেক্ট্রনিক Wristband ব্যবহারের জন্য একটি স্কিম চালু করেছিল। যা হাসপাতালের রোগীদের ব্যবহৃত ট্যাগের মতো। যারা কোয়ারানটাইন লঙ্ঘন করছে তাদের জন্য দক্ষিণ কোরিয়াও স্মার্ট-ফোন অ্যাপ্লিকেশন এর সাথে সংযুক্ত এ জাতীয় Wristband ব্যবহার করেছিল।
ডিভাইসটি কেমন হবে তার বিস্তারিত বর্ণনা না দিলেও, সিঙ্গাপুর একটি বিবৃতিতে জানিয়েছ, ডিভাইসটি কোন ব্যক্তিগত ডেটা ব্যবহার করবে না, এতে ভয়েস বা ভিডিও রেকর্ডিং এর কোন কার্যকারিতা নেই।
তবে দেশটির ১২ বছরের কম বয়সের কাউকে এই ডিভাইস পরতে হবে না। সরকার সকল বাসিন্দাদের একটি করে Virus-Tracing Dongle দেওয়ারও পরিকল্পনা করছে।
দেশটিতে সামাজিক দূরত্ব বিধি লঙ্ঘনে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। Infectious Diseases Act এর অধীনে যদি কেউ এই বিধি লঙ্ঘন করে তাহলে, ১০, ০০০ ডলার পর্যন্ত জরিমানা বা ছয় মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
-
টেকটিউনস টেকবুম - ২৯ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।