Snapchat অ্যাপে যুক্ত করা হয়েছে TikTok এর মত ফিচার

Snapchat তাদের অ্যাপে যুক্ত করেছে TikTok এর মত ফিচার, যার মাধ্যমে ইউজাররা ভিডিওতে যুক্ত করতে পারবে নির্দিষ্ট মিউজিক।

The Verge একটি রিপোর্টে জানিয়েছে, বর্তমানে Snapchat ইউজাররা, Warner Music অথবা অন্যান্য কোম্পানির গানের সাথে নিজেদের ভিডিও তৈরি করতে পারবে। এই ফিচারের মাধ্যমে ইউজাররা Swipe করে মিউজিকের ডিটেলও জানতে পারবে এবং চাইলে আসল মিউজিকটিও স্ট্রিম করে শুনতেও পারবে।

জানা গেছে এখন পর্যন্ত Snapchat  এর এই ফিচারটি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ইউজারদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই ব্যাপারে Snapchat এর একজন মুখপাত্র জানান, "আমরা নিয়মিত সংগীত শিল্পীদের মধ্যে আমাদের সম্পর্ক গড়ে তুলছি"।

যখন পুরো যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র জুড়ে TikTok তাদের ব্যবসায়ের অনিশ্চয়তা লক্ষ্য করছে তখন Snapchat এর এই ধরনের খবর পাওয়া যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে তাদের ব্যবসায় নিষেধাজ্ঞা ঠেকাতে ByteDance, সিদ্ধান্ত নিয়েছে তারা মার্কিন কোন কোম্পানির কাছে TikTok এর যুক্তরাষ্ট্রের পরিচালনা বিক্রি করে দেবে। ইতিমধ্যে মাইক্রোসফট, TikTok কে কিনে নিতে আগ্রহ প্রকাশ করছে। ট্রাম্পও এতে অনুমোদন দিয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৯ আগস্ট ২০২০

Level New

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস